ASANSOL

আসানসোল আদালতে হাজিরা জিতেন্দ্র তেওয়ারির, বললেন মলয় ঘটক আমার দাদা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল কম্বল কান্ডে হাইকোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। সেই জামিন দেওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত ছিলো যে আদালতে আসানসোল কম্বল কান্ডে মামলা চলছে, সেখানে শুনানির দিনে হাজিরা দিতে হবে। সেই মতো বুধবার সকালে কলকাতা থেকে এসে আসানসোল জেলা আদালতে সিজিএমের এজলাসে হাজিরা দিলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তার সঙ্গে ছিলেন আসানসোল পুরনিগমের বিজেপি কাউন্সিলার গৌরব গুপ্ত সহ অন্যান্য বিজেপির কর্মী ও সমর্থকেরা। জেলা আদালতের সিজিএম বা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এদিন জিতেন্দ্র তেওয়ারি সিজিএমের কাছে হাজিরা দেন। সামান্য সময়ের জন্য শুনানি শেষে বিচারক নির্দেশ দেন আগামী ১৫ ডিসেম্বর আসানসোল আদালতে জিতেন্দ্র তেওয়ারিকে হাজিরা দিতে হবে। এর আগে এই মামলায় গত ২৫ এপ্রিল আসানসোল জেলা আদালতে হাজিরা দিয়েছিলেন।

এদিন জিতেন্দ্র তেওয়ারির আইনজীবী শেখর কুন্ডু বলেন,
হাইকোর্টের নির্দেশ ছিলো জামিনের শর্ত তাকে আসানসোল আদালতে হাজিরা দিতে হবে। তাই এদিন তিনি হাজিরা দিয়েছেন।
এদিন জিতেন্দ্র তেওয়ারি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি আইন ও আদালতকে সম্মান করি। আমি আসানসোলে থাকলে নাকি আইনশৃঙ্খলার অবনতি হবে। তাই আমাকে তৃনমুল কংগ্রেস আসানসোলে ঢুকতে দিচ্ছে না। আসল কথা হলো তৃনমুল কংগ্রেস আমাকে ভয় পায়। এদিন তিনি বলেন মলয় ঘটক আমার দাদা আছেন অন্য়দিকে নানা ইস্যুতে তৃনমুল কংগ্রেসকে আক্রমণ করেন।


প্রসঙ্গতঃ, ২০২২ সালের ১৪ ডিসেম্বর আসানসোলে রেলপারের রামকৃষ্ণ ডাঙালে শিবচর্চার সঙ্গে কম্বল বিতরণের আয়োজন করা হয়েছিলো। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন জিতেন্দ্র তেওয়ারি। এই অনুষ্ঠানে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি চলে যাওয়ার পরেই কম্বল নেওয়া নিয়ে হুড়োহুড়ি শুরু হয়। তাতে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়। মৃত এক মহিলার ছেলের লিখিত অভিযোগের ভিত্তিতে জিতেন্দ্র তেওয়ারি, তার স্ত্রী চৈতালি তেওয়ারি সহ একাধিক জনের নামে মামলা হয়।
গত ১৮ মার্চ দিল্লির অদূরে যমুনা এক্সপ্রেস ওয়ের নয়ডা থেকে আসানসোল দূর্গাপুর পুলিশ জিতেন্দ্র তেওয়ারিকে গ্রেফতার করে। গত ১০ এপ্রিল কলকাতা হাইকোর্ট থেকে তিনি শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *