BARABANI-SALANPUR-CHITTARANJAN

হিন্দুস্তান কেবেলস পুনর্বাসন কমিটির উদ্যোগে বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বুধবার পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের হিন্দুস্তান কেবেলস পুনর্বাসন কমিটির উদ্যোগে রূপনারায়নপুর বিদ্যুৎ দপ্তরে একটি ডেপুটেশন দেওয়া হয়। জানা যায় তিন মাসের পরিবর্তে প্রতিমাসে বিদ্যুতের বিল জমা দেবার দাবিসহ ১৪ দফা দাবি সম্বলিত একটি ডেপুটেশন বিদ্যুৎ অফিসে ডেপুটেশন দেওয়া হয়।

১৪ দফা দাবিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দাবিগুলো ছিল প্রতি তিন মাসের পরিবর্তে বিদ্যুৎ বিল প্রতিমাসে নিতে হবে,প্রতি ইউনিট বিদ্যুতের দাম কমাতে হবে,বিদ্যুৎ সংযোগ দেবার ক্ষেত্রে কাট মানি নেবার অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, বকেয়া রাশি জমা নেবার ক্ষেত্রে সরলীকরণ করতে হবে,বিদ্যুৎ গ্রাহকদের সাথে অভদ্র আচরণ বন্ধ করতে হবে । জনসাধারণের অর্থনৈতিক সমস্যার কথা মাথায় রেখে বিদ্যুতের বিল বকেয়া থাকলে অতিরিক্ত সময় দিতে হবে।এছাড়াও মিটার লাগানো নিয়ে মানুষকে হয়রানি,
কানেকশন নেওয়ার বহুদিন পরে ইলেকট্রিক খুঁটি দেওয়া হয় তা দ্রুত দিতে হবে ।

তবে এদিন বিদ্যুৎ দফতরের অফিসে কোন আধিকারিক নাথাকার ফলে অফিসে থাকা কর্মীর হাতে ডেপুটেশন তুলে দেন হিন্দুস্তান কেবেলস পুনর্বাসন সমিতির সম্পাদক সুভাষ মহাজন । এদিন সুভাষ মহাজন জানান আজকে আমরা ১৪ দফা দাবি নিয়ে রূপনারায়নপুর বিদ্যুৎ দফতরে ডেপুটেশন দেওয়া হয় ।তবে আজকে কোন আধিকারিক না থাকার ফলে এক কর্মীর হাতে তুলে দেওয়া হল ।তবে আগামী দিনে আমাদের দাবি মানা নাহলে
আরো বৃহত্তম আন্দোলনের পথে যাব ।

Leave a Reply