পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে ১৩৩ তম মৃত্য দিবসে শ্রদ্ধাঞ্জাপন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, আসানসোলঃ সমাজ সংস্কারক পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ১৩৩ তম মৃত্য দিবসে শ্রদ্ধাঞ্জাপন আসানসোল পুরনিগমের। শনিবার এই উপলক্ষে আসানসোল জেলা আদালত সংলগ্ন পার্কে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করে আসানসোল পুরনিগম। সেখানে মূর্তিতে পূষ্পার্ঘ দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। ছিলেন মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান বান্টি ওরফে রাজেশ তেওয়ারি, কাউন্সিলর ববিতা দাস, ওএস বীরেণ অধিকারী সহ অন্যান্যরা।
অন্যদিকে, টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটি, আসানসোলের পক্ষ থেকেও এদিন পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানানো হয়েছে।




- काजी नजरूल विश्वविद्यालय में बीटेक प्रथम वर्ष के विद्यार्थियों का इंडक्शन प्रोग्राम
- দুর্গাপুজাকে সামনে রেখে সমন্বয় সভা অনুষ্ঠিত হলো রূপনারায়ানপুরে
- আসানসোলে পুরীর শঙ্করাচার্য , রাজনীতি থেকে কখনো ধর্মকে আলাদা করা যায় না
- লিগ্যাল এইড অ্যান্ড অ্যাভভাইস সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল”র উদ্যোগ: কলকাতা হাইকোর্টে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতিকৃতি উন্মোচন
- महिला की रहस्यमयी मौत का पर्दाफाश, प्रेमी गिरफ्तार