পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে ১৩৩ তম মৃত্য দিবসে শ্রদ্ধাঞ্জাপন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, আসানসোলঃ সমাজ সংস্কারক পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ১৩৩ তম মৃত্য দিবসে শ্রদ্ধাঞ্জাপন আসানসোল পুরনিগমের। শনিবার এই উপলক্ষে আসানসোল জেলা আদালত সংলগ্ন পার্কে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করে আসানসোল পুরনিগম। সেখানে মূর্তিতে পূষ্পার্ঘ দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। ছিলেন মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান বান্টি ওরফে রাজেশ তেওয়ারি, কাউন্সিলর ববিতা দাস, ওএস বীরেণ অধিকারী সহ অন্যান্যরা।
অন্যদিকে, টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটি, আসানসোলের পক্ষ থেকেও এদিন পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানানো হয়েছে।



- Asansol : अधिवक्ता सह पत्रकार संग्राम सिंह को बाइक ने मारी टक्कर, गंभीर रूप से घायल
- ছাগল চুরির CCTV ফুটেজ ভাইরাল, হাতেনাতে ধরা পড়লো ২ চোর
- দুর্গাপুরে নির্যাতিতার বাবাকে নিয়ে টানাটানি, বিতর্ক বিজেপি নেতাদের সঙ্গে বাকবিতন্ডা অভয়া মঞ্চ ও ডক্টর্স ফোরামের, কটাক্ষ শাসক দলের
- Asansol : 7 कन्याओं के विवाह को 51 हजार कर दिए गए, 12 महिलाओं को स्वावलंबन के लिए सिलाई मशीन प्रदान
- দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে ও কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ বিজেপির