পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে ১৩৩ তম মৃত্য দিবসে শ্রদ্ধাঞ্জাপন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, আসানসোলঃ সমাজ সংস্কারক পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ১৩৩ তম মৃত্য দিবসে শ্রদ্ধাঞ্জাপন আসানসোল পুরনিগমের। শনিবার এই উপলক্ষে আসানসোল জেলা আদালত সংলগ্ন পার্কে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে এক অনুষ্ঠানের আয়োজন করে আসানসোল পুরনিগম। সেখানে মূর্তিতে পূষ্পার্ঘ দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। ছিলেন মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান বান্টি ওরফে রাজেশ তেওয়ারি, কাউন্সিলর ববিতা দাস, ওএস বীরেণ অধিকারী সহ অন্যান্যরা।
অন্যদিকে, টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটি, আসানসোলের পক্ষ থেকেও এদিন পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানানো হয়েছে।




- Asansol में बैंक आफ बड़ौदा द्वारा भविष्यत क्रेडिट कार्ड के आवेदनों पर परेशान करने के आरोप
- Asansol से सहरसा के लिए ट्रेन की मांग, सांसद को पत्र
- होलिका दहन हेतु डंडारोपण की पूजा
- স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে খোলা মুখ খানিতে বিক্ষোভ, বন্ধ কাজ
- শ্রীবালানন্দ ব্রহ্মচারীর সঙ্গে রিষড়া প্রেম মন্দির আশ্রমের সংযোগ : কল্যাণ চক্রবর্তী