BARABANI-SALANPUR-CHITTARANJAN

বিজেপির উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর হামলার সালানপুর থানায় অভিযোগ, অস্বীকার তৃণমূলের

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর থানার কালিতলা এলাকায় এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠল ওই এলাকারই তৃণমূলের এক জয়ী প্রার্থীর বিরুদ্ধে ।এবিষয়ে বিজেপি প্রার্থী সহ আসানসোল দক্ষিণ এর বিধায়ীকা অগ্নিমিত্রা পল অভিযুক্ত দের গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে সালানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সাথে অন্যান্য বিজেপি কর্মীরাও উপস্থিত ছিলেন।অভিযোগ অস্বীকার করেন তৃণমূল ।


ঘটনা প্রসঙ্গে জানা যায় এবারের পঞ্চায়েত ভোটের বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন ঝর্ণা রুইদাদ ওপর দিকে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিল নিরুপমা রুইদাস । যদিও বিজেপির প্রার্থী নির্বাচনে হেরে যাওয়ায় এবং তৃণমূলের নিরুপমা জয় লাভ করে ।তবে বিজেপির কর্মীর অভিযোগ নিরুপমা রুইদাদ তারবাড়িতে দলবল নিয়ে হামলা চালায় এবং বাড়ির সকলকে মারধর করে ।
যার জন্য বিজেপির বিধায়ীকা সালানপুর থানায় অভিযোগ দায়ের করেন ।বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পাল জানান পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই সালানপুর এর তৃণমূলের গুন্ডা বাহিনী বিজেপির কর্মীদের উপর হামলা চালিয়েছে তাই আজ তাদের দেখা করতে এলাম ।
নির্বাচনের দিন হারিসাডি গ্রামে এক বিজেপির প্রার্থীর বাড়ী হামলা চালায় তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় ।তার বাড়িতে দেখা করলাম এবং দলের হয়ে আজ ওই সকল বিজেপির যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হল ।
তাছাড়া আজকেও এক বিজেপি কর্মীর উপর হামলা হয় তারই প্রতিবাদে সালানপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয় ।



এদিকে তৃণমূলের জয়ী প্রার্থী নিরুপমা জানান বিজেপির অভিযোগ একেবারে মিথ্যা তারা পারিবারিক ঝামেলা কে রাজনৈতিক রঙ চাপানোর চেষ্টা করছে ।তিনি জানান ঝর্ণা রুইদাসের সাথে পাড়ার অন্য এক মহিলার ঝামেলা বাঁধে সেইসময় তাদের ঝামেলা আটকাতে গেলে তাকেও মারধর করে এতে রাজনৈতিক কোন কারন নেই ।
এবিষয়ে সালানপুর পঞ্চায়েতের আঞ্চলিক তৃণমূল সভাপতি ফুচু বাউরী জানান ।ওই এলাকায় বিজেপির সেরকম কোন কর্মী নেই তবে একটি মাত্র বাড়ি রয়েছে তারা বিজেপি করে ।তাদের উপর দলের কোন ক্ষোভ নেই ।তারা পারিবারিক ঝামেলা কে রাজনৈতিক রঙ দিতে চাইছে মাত্র।

Leave a Reply