ASANSOL

বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ই ওয়ালেট পরিষেবা দেওয়ার দিক থেকে পশ্চিম বর্ধমান আবার শীর্ষে

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য্য, আসানসোল : ( Bangla Sahayata Kendra ) বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে ই ওয়ালেট অর্থাৎ আর্থিক পরিষেবা দেওয়ার দিক থেকে পশ্চিম বর্ধমান আবার শীর্ষে। মালদা দ্বিতীয়, দক্ষিণ ২৪ পরগনা তৃতীয় স্থানে আছে। পশ্চিম বর্ধমান জেলার পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের দপ্তরের জেলা আধিকারিক তমজিত চক্রবর্তী জানান ৩১ শে জুলাই পর্যন্ত সর্বশেষ রাজ্যের আর্থিক পরিষেবা দেওয়ার ই ওয়ালেটের মূল্যায়ন করে সরকার যে তথ্য পাঠিয়েছেন তাতে পশ্চিম বর্ধমান জেলা আবার প্রথম স্থানে রয়েছে।

তিনি বলেন ঐ তথ্য অনুযায়ী মালদা দ্বিতীয় স্থানে আছে। আর শেষের দিক থেকে প্রথম আছে কালিম্পং। তিনি বলেন আমাদের জেলায় আসানসোল দুর্গাপুর পুরসভা এলাকায় এমন ৩০ টি বাংলা সহায়তা কেন্দ্র আছে। বাকি ৬৫ টি জেলার বিভিন্ন ব্লক সহ গ্রামীণ এলাকাগুলিতে আছে। গ্রামের প্রত্যন্ত মানুষ এখানে জমির তথ্য থেকে শুরু করে তার রেশন কার্ডের আবেদন বা অন্যান্য বহু কাজের জন্য যে আবেদন করতে হয় তা এখানে বিনামূল্যে করা হয়। একইভাবে বিদ্যুতের বিল থেকে শুরু করে জমির খাজনা দেওয়া সবই এখানে দেওয়া যেতে পারে। এর ফলে গ্রামের মানুষকে দূর-দূরান্তে গিয়ে দপ্তরে দপ্তরে ভিড় জমিয়ে আর এই কাজ করতে হয় না। স্বাভাবিকভাবেই ক্রমশ এই পরিষেবা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। এই কৃতিত্ব জেলাশাসকের নেতৃত্বে গোটা জেলার এবং ব্লকের টিমের। এর আগেও পশ্চিম বর্ধমান জেলা এই কাজেই প্রথম হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *