ASANSOL

বেআইনি নির্মাণ ভাঙতে উদ্যোগী আসানসোল পুরনিগম, বুলডোজার দেখে ৬৫ লক্ষ টাকা জরিমানা দিতে রাজি বিল্ডিং মালিক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন অংশে বেআইনি নির্মাণের অভিযোগ আসতেই, তা নিয়ে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। তারই মধ্যে যখন কর্পোরেশনের বুলডোজার একটি বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে পৌঁছায়, তখন বিল্ডিং মালিক জরিমানা দিতে রাজি হলেন। পরে কর্পোরেশনের বুলডোজার ফিরে আসে। ঐ বেআইনি নির্মাণের জন্য কর্পোরেশনের তরফে প্রায় ৬৫ লক্ষ টাকা জরিমানা নির্ধারণ করা হয়। যার মধ্যে ১৫ লক্ষ টাকা জমা করা হয়েছে বলে কর্পোরেশন সূত্রে জানা গেছে ।



জানা গেছে, আসানসোল শহরের বিবেকানন্দ সরণি বা সেনরেল রোডে প্রায় চার হাজার বর্গফুটের চারতলা ভবনটি অবৈধভাবে নির্মাণ করেছেন এক ব্যবসায়ী। যে কারণে মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে তাকে কয়েকবার চিঠিও দিয়েছে। কিন্তু বিল্ডিং মালিক কোন সদুত্তর দেননি। অবশেষে, কর্পোরেশনের তরফে বিল্ডিং ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। শেষ পর্যন্ত শুক্রবার কর্পোরেশনের টিম সেই বেআইনি নির্মাণ ভাঙতে বুলডোজার নিয়ে গেলে, বিল্ডিং মালিক কর্পোরেশনকে জরিমানা দিতে রাজি হয়।এই প্রসঙ্গে ব্যবসায়ী তথা বিল্ডিং মালিকের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।


উল্লেখ্য, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর রণবীর সিং ওরফে জিতু এবং কংগ্রেস কাউন্সিলর গোলাম সরবর কর্পোরেশন এলাকায় প্রায়ই বেআইনি নির্মাণের বিরুদ্ধে আওয়াজ তুলে সরব হয়েছেন। জিতু সিং বহুবার বলেছেন, শহরে লক্ষাধিক বর্গফুট অবৈধ নির্মাণ রয়েছে। কর্পোরেশনের তরফে আইনানুগ পদক্ষেপ নেওয়া হলে, সেখান থেকে কোটি কোটি টাকার রাজস্ব আসতে পারে। তিনি বলেন, এ ধরনের কাজ সব সময়
ধারাবাহিকভাবে চালানো দরকার। তা হলেই একমাত্র বিল্ডিং মালিকেরা সতর্ক হবেন।
প্রসঙ্গতঃ, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়ও বলেছেন, কর্পোরেশন এলাকায় কোন বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না।

2 thoughts on “বেআইনি নির্মাণ ভাঙতে উদ্যোগী আসানসোল পুরনিগম, বুলডোজার দেখে ৬৫ লক্ষ টাকা জরিমানা দিতে রাজি বিল্ডিং মালিক

  • Tapas Ranjan Roy

    There are encroachments of road at Loknath Pally by about 2 feets narrowing the road, in spite of narrow road by itself by some people If you conduct any survey with Govt’s land records all such encroachments will be revealed.please see to take necessary actions.
    Moreover, mikings are conducted by AMC for avoiding stalking / accumulation of fresh/dirty water for dengue/malaria prevention, but AMC office is having no heed to the flowing dirty water on road by Mr Santosh Majhi and others of the locality making life miserable to other habitants of the Loknath Pally.

    Reply
  • Sukumar Ghosh

    5persons enchorechment government land Gamharia station road jharkhand. But no action from our Government. Sand, stone chips,Bricks& permanent one Hotel, two Grosary & Variety store, chicken shop &many more. Approx 30000 square feet. Kindly take necessary action from Jharkhand government. Near Double Road .

    Reply

Leave a Reply