ইন্ডিয়ান রেড ক্রস ও টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ও টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটি, আসানসোলের উদ্যোগে রবিবার আসানসোল আদালত সংলগ্ন আসানসোল রেড ক্রস সোসাইটি ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটি সমাজসেবা, রক্তদানের প্রেরণা ও নিয়োগের জেলা পর্যায়ের সার্টিফিকেট কোর্স করে। এই কোর্সের ১৪ জন এদিন রক্তদান করেন।













এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ মহঃ ইউনুস আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ সঞ্জিত চট্টোপাধ্যায় , আসানসোল রেড ক্রস সোসাইটির সেক্রেটারি ডাঃ শ্যামল সান্যাল, টিপু সুলতান মেমোরিয়াল সোসাইটির সেক্রেটারি এহতেশামুল হক, নন্দলাল দাস সহ অন্যান্যরা।
- টাকার বিনিময়ে পুলিশে চাকরি দেওয়ার নামে ভুয়ো নিয়োগ চক্রের হদিশ, প্রশ্ন বিলির সময় পুলিশের হানা, গ্রেফতার ১০
- রাজ্য পুলিশ নিয়োগ পরীক্ষার আগে ঝাড়খণ্ডে অভিযান, ধৃত ২২, উদ্ধার এ্যাডমিট কার্ড সহ একাধিক নথি
- Asansol : अब तक की सबसे बड़ी साइबर ठगी, डॉक्टर से 15.83 करोड़ रुपये की लूट
- আসানসোলে এসআইআরের বিশেষ শিবির, পরিদর্শনে ডিএম ও এসডিও, বাড়লো সাতদিনের সময়
- তৃণমূল পঞ্চায়েতের সদস্যা নামে দুটি sir ফর্ম, বিতর্ক

