ASANSOL

কাঁকসা থানার ইন্সপেক্টর-ইন-চার্জ হলেন পার্থ ঘোষ, সন্দীপ চট্টরাজকে বদলি হলেন জঙ্গিপুরে

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: ইন্সপেক্টর পার্থ ঘোষকে আসানসোল – দুর্গাপুর পুলিশ কমিশনারেটে পুনরায় নিয়ে আসা হয়েছে। পার্থ ঘোষকে কাঁকসা থানার ইন্সপেক্টর-ইন-চার্জ করা হয়েছে। অন্যদিকে, পার্থ ঘোষের জায়গায় সন্দীপ চট্টরাজকে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশ জেলার রঘুনাথগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ করা হয়েছে। উল্লেখ্য যে সন্দীপ চট্টরাজ এর আগেও কাঁকসার দায়িত্বে ছিলেন। তিনি দ্বিতীয়বার কাঁকসার ইন্সপেক্টর ইনচার্জ হন। কাঁকসা থানা কমিশনারেটের গুরুত্বপূর্ন থানা হিসাবে পরিচিত। এখন পার্থ ঘোষকে এখানে ইন্সপেক্টর ইনচার্জ করা হয়েছে। তিনি এর আগে জামুরিয়া থানার দায়িত্বে ছিলেন।

Leave a Reply