স্নান করতে নেমে গাড়ুই নদীতে ডুবলো যুবক, চলছে তল্লাশি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ স্বাধীনতা দিবসের সকালে বন্ধুদের সঙ্গে স্নান করতে নেমে আসানসোলে গাড়ুই নদীতে তলিয়ে গেলো এক যুবক। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার রেলপারের মুৎসুদ্দি মহল্লায় সিদ্দিকি ব্রিজের কাছে। ঐ এলাকারই বাসিন্দা গাড়ুই নদীতে তলিয়ে যাওয়া যুবকের নাম মহঃ আকিব (২০)। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা আসানসোল পুরনিগম ও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। বিকেলের চারটের শেষ খবর আসানসোল উত্তর থানার পুলিশের উপস্থিতিতে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি চলছে। তবে উদ্ধারকারী দল যুবকের কোন খোঁজ পায়নি।




জানা গেছে, এদিন সকাল এগারোটার পরে আসানসোল পুরনিগমের ২৫ ও ২৯ নম্বর ওয়ার্ডের মুৎসুদ্দি মহল্লা এলাকায় সিদ্দিকি ব্রিজের কাছে গাড়ুই নদীতে দুই বন্ধুর সঙ্গে মহঃ আকিব স্নান করতে নামে। আচমকাই তিনজন নদীর জলে তলিয়ে যেতে শুরু করে। দুই বন্ধু কোনোরকমে বেরিয়ে আসে। কিন্তু মহঃ আকিব নদীতে তলিয়ে যায়। আসে আসানসোল উত্তর থানার পুলিশ।
খবর পেয়ে এলাকায় ছুটে আসেন আসানসোল পুরনিগমের কংগ্রেস কাউন্সিলর এস এম মুস্তাফা, কংগ্রেস নেতা শাহ আলম, প্রসেনজিৎ পুইতুন্ডিরা। তাদের অভিযোগ, দুর্ঘটনার বেশ কয়েক ঘণ্টা পরে প্রশাসন উদ্ধার কাজে এসেছে। আসানসোল পুরনিগম কতৃপক্ষও অনেক দেরি করেছে।
আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও বোরো চেয়ারম্যান উৎপল সিনহা বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা যথাসাধ্য চেষ্টা করছি যুবককে খুঁজে বার করতে। উদ্ধার কাজ চালানো হচ্ছে।
- আসানসোলে সিবিআইয়ের অভিযান, মানব পাচারের অভিযোগে দম্পতি গ্রেফতার, চাঞ্চল্য
- অবৈধভাবে পুকুর ভরাটের জেরে এলাকার বিস্তীর্ণ অংশের নালী নর্দমার জল বাড়ি ঘরে ঢুকে, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ
- Asansol RAILPAR में CBI रेड, मानव तस्करी मामले में दंपति गिरफ्तार
- রানিগঞ্জে আটক বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ
- আসানসোলে কংগ্রেসের রাস্তা অবরোধ, বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ