পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমির উদ্যোগ, জেলা স্তরে গানের প্রতিযোগিতার আয়োজন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত একাডেমির উদ্যোগে জেলা স্তরে রবীন্দ্র সংগীত ও আধুনিক বাংলা গানের প্রতিযোগিতা শুরু হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার এই প্রতিযোগিতা শুক্রবার সকাল থেকে শুরু হয় জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে আসানসোল পুরনিগমের ৫ নং বোরো অফিসের সভাকক্ষে। কয়েক ঘন্টা ধরে চলা এই প্রতিযোগিতার দুটি বিভাগে বিভিন্ন এলাকার ছেলেমেয়েরা অংশ নিয়েছিলেন।
সব শেষে প্রতিযোগিদের মধ্যে বিচারকদের বিচারে সফলদের বাছাই করা হয়। রবীন্দ্র সংগীতে প্রথম অনুস্মিতা কর্মকার, যুগ্ম ভাবে দ্বিতীয় প্রগতি কর্মকার ও সৌমিতা লাহা এবং তৃতীয় হয় সোমাশ্রী ভৌমিক। অন্যদিকে আধুনিক বাংলা গানে প্রথম অদৃশা স্বর্ণকার, দ্বিতীয় পুষ্কর চৌধুরী ও তৃতীয় সুস্মিতা সেন।