KULTI-BARAKAR

চন্দ্রযান -৩ র সফল অবতরণের কামনায় যঞ্জ ও পুজো কুলটির বিজেপির কার্যালয়ে

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বুধবার সন্ধ্যে ৬ টা বেজে ৪ মিনিট। সবকিছু ঠিক থাকলে এই মাহেন্দ্রক্ষণে ভারত থেকে পাঠানো চন্দ্রযান-৩ চাঁদের মাটি স্পর্শ করবে। আসানসোলের কুলটির নিয়ামতপুরে কুলটি বিধান সভা তথা কুলটি মন্ডলের বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে চন্দ্রযান ৩ র সফল অবতরণের কামনায় এদিন সকাল আটটা থেকে যঞ্জ ও পুজোর আয়োজন করা হয়। কুলটির নিয়ামতপুরে সেন্ট্রাল কার্যালয়ে ভারতমাতার ছবির সঙ্গে দেশের জাতীয় পতাকা ও বিজেপির ঝান্ডা নিয়ে সকাল সাড়ে আটটা থেকে যজ্ঞের আয়োজন করা বিজেপি মন্ডল ৩ ও ৪ এর উদ্যোগে। ছিলেন পুরোহিতও। তার মন্ত্রোচ্চারণের সঙ্গে যঞ্জ ও পুজো হয়। সামনে বসেন বিজেপির নেতা ও কর্মীরা।

এই প্রসঙ্গে বিজেপি নেতা মন্ডলের সহসভাপতি টিঙ্কু ভার্মা বলেন, এমন একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে। তাই আমরা এই পুজোর আয়োজন করেছি। আমাদের আশা চন্দ্রযান -৩ র অবতরণ সফল হবে। আর সারা বিশ্বে ভারতের নাম অন্য একটি মাত্রা পাবে।
ইসরোর বিঞ্জানীরা বলেছেন, চন্দ্রযান -৩ সরাসরি চাঁদের মাটিতে নামবে না। তার মধ্যে থাকা ল্যান্ডার বিক্রম আর পেটের মধ্যে পোরা প্রঞ্জান নামবে চাঁদের মাটিতে।

Leave a Reply