সবুজায়নের অঙ্গীকার ডিএভি মডেল আসানসোলে
বেঙ্গল মিরর, আসানসোল : আজ 23শে আগস্ট 2023, আসানসোলের ডিএভি মডেল স্কুলে একটি বৃক্ষ বিতরণ প্রচারাভিযান চালানো হয়। ডিএভি জোনের পশ্চিমবঙ্গ শাখা এবং কলকাতার রবীন্দ্র সরোবর ফ্রেন্ডস ফোরামের যৌথ উদ্যোগে এই বৃক্ষ বিতরণ উৎসব পালিত হয়। এই অনুষ্ঠানের সম্পূর্ণ দিক্ নির্দেশিকা দিয়েছেন পশ্চিমবঙ্গের ডিএভি জোনের আঞ্চলিক শাখার প্রধান শ্রীমতি পাপিয়া মুখোপাধ্যায় মহাশয়া। তাঁরই অক্লান্ত, হার্দিক এবং ঐকান্তিক কর্ম প্রচেষ্টার ফল হল এই সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ উৎসব পালন। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের হাতে আম, লেবু ও এরিকা পাম গাছ তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার দাস মহাশয়ের সুনিপুণ নির্দেশিকা অনুযায়ী এই প্রচারাভিযানের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের উপকারিতা বিষয়ে সচেতনতা ও সৃষ্টিমূলক একটি সমন্বিত উদ্যোগে অঙ্গীকারবদ্ধ হয় আগামী প্রজন্মের অগ্রদূত ছাত্রছাত্রীরা। এই অনুষ্ঠানে প্রায় হাজার সংখ্যক গাছ বিলি করা হয় শিক্ষার্থীদের মধ্যে। সবুজায়নের এই উদ্যোগ ডিএভি জোনের পক্ষ থেকে রাজ্যভিত্তিক সম্ভবত প্রথম এইরূপ বিদ্যালয়স্তরে প্রচারাভিযান চালানো হল। সপ্তাহব্যাপী এই উদ্যোগ আগামী 26 শে আগস্ট শনিবার পর্যন্ত চলবে। এই কর্মসূচির মাধ্যমে প্রায় 2500 গাছ বিতরণ করা সম্ভব হবে শিক্ষার্থীদের মধ্যে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এই উদ্যোগে অংশগ্রহণ করে এবং সবুজায়নের প্রতি এক কদম অগ্রসর হয়।