হিরাপুর থানার পুলিশ সাফল্য লক্ষাধিক টাকার বাজি উদ্ধার
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-বারাসাতের নীলগঞ্জের নারায়ণপুরে বেআইনি বাজি কারখানার বিস্ফোরণের পর নড়েচড়ে বসলো রাজ্য প্রশাসন।এই ঘটনার পথ থেকে বিভিন্ন জায়গায় বাজি কারাখানায় তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি চলছে বাজার হাট। এবার বাজি উদ্ধার হল হিরাপুর থানা অন্তর্গত রামবাঁধ এলাকা থেকে। জানা যায় হিরাপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয়। এবং উদ্ধার হয় বিপুল পরিমাণে মজুদ রাখা বাজি।




পুলিশের আনুমানিক ওই এলাকায় অবৈধভাবে বাজে মজুদ করে রাখা হয়েছিল।প্রশ্ন এটাই এত বাজি কোথা থেকে এল কেনই বা ওই এলাকায় মজুদ করে রাখা হয়েছিল যদি কোন প্রকার ঘটনা ঘটতো তাহলে কার দায় থাকতো। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। সূত্রে জানা যায় পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। কিন্তু পুলিশ এই ঘটনায় জড়িতদের তল্লাশি শুরু করেছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। যে পরিমাণে বাজি উদ্ধার হয়েছে তার বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা যাচ্ছে।
- Asansol : पानी के लिए जनता जीटी रोड पर, पार्षद को घेरा
- তৃণমূল কংগ্রেস এর বাংলার ভোট রক্ষা অভিযান কর্মসূচির বিশেষ সভা
- আসানসোলে ” আমাদের পাড়া আমাদের সমাধান ” শিবির পরিদর্শনে মহকুমাশাসক
- আসানসোলের ১১৭ টি স্কুলের ৬৭৫ জন কৃতি পড়ুয়াকে সম্বর্ধনা
- Asansol : कोर्ट में 15 महीने में ऐतिहासिक फैसला, नाबालिग बेटी के साथ दुष्कर्म और हत्या के दोषी पिता को फांसी की सजा