জেলা হাসপাতালে রাখীবন্ধন উৎসব পালন চিকিৎসক সংগঠনের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল শিল্পাঞ্চল জুড়ে বুধবার রাখীবন্ধন উৎসব পালন করা হয়।
এদিন আসানসোল জেলা হাসপাতালে রাজ্যের অন্যতম চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ ডক্টর্স এ্যাসোসিয়েশনের আসানসোল শাখার এই উৎসব পালন করা হয়েছিলো। সংগঠনের সদস্য চিকিৎসকেরা জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের আত্মীয়দের হাতে রাখী পড়িয়ে দেন ও মিষ্টি বিতরণ করেন ।




উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের হাসপাতাল সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, সংগঠনের তরফে ডাঃ গৌতম মন্ডল, ডাঃ শঙ্করী মাজি, ডাঃ সমীরণ দে, ডাঃ সুমন সরকার প্রমুখ।
- রানিগঞ্জে বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে দামোদরে তলিয়ে গেলো খনি কর্মী, তল্লাশিতে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল
- आसनसोल: तृणमूल ने शुरू किया ‘वोट रक्षा अभियान’, ‘दीदीर दूत’ ऐप
- বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ
- मुर्शिदाबाद हिंसा : आसनसोल में बीजेपी का प्रदर्शन, टीएमसी ने किया पलटवार
- ন্যাশানাল হেরাল্ড মামলা : দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ