জেলা হাসপাতালে রাখীবন্ধন উৎসব পালন চিকিৎসক সংগঠনের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল শিল্পাঞ্চল জুড়ে বুধবার রাখীবন্ধন উৎসব পালন করা হয়।
এদিন আসানসোল জেলা হাসপাতালে রাজ্যের অন্যতম চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ ডক্টর্স এ্যাসোসিয়েশনের আসানসোল শাখার এই উৎসব পালন করা হয়েছিলো। সংগঠনের সদস্য চিকিৎসকেরা জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের আত্মীয়দের হাতে রাখী পড়িয়ে দেন ও মিষ্টি বিতরণ করেন ।



উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের হাসপাতাল সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, সংগঠনের তরফে ডাঃ গৌতম মন্ডল, ডাঃ শঙ্করী মাজি, ডাঃ সমীরণ দে, ডাঃ সুমন সরকার প্রমুখ।
- Asansol – Burnpur Kalipuja Pandal श्रद्धालुओं को आकर्षित कर रहे
- শ্যাম সেল অ্যান্ড পাওয়ার লিমিটেডের কোক ওভেন ইউনিটে ভাঙচুর, উত্তেজনা
- বিএসএনএল অফিসে আগুন, চাঞ্চল্য
- দুর্গাপুর ধর্ষণ কান্ড, তদন্তে চাঞ্চল্যকর মোড়, ম্যাজিস্ট্রেটের কাছে দুজনের গোপন জবানবন্দি
- Asansol : वरिष्ठ व्यवसायी व समाजसेवी कन्हैया लाल शर्मा का निधन