আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও হচ্ছেন আকাঙ্খা ভাস্কর
বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়ঃ পেশায় চিকিৎসক আইএএস আকাঙ্ক্ষা ভাস্কর এবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইওয়ের দায়িত্বভার নিতে চলেছেন। এর আগে রাহুল মজুমদার এই পদে ছিলেন। তিনি বদলি হওয়ার পরে আড্ডার এই পদ খালি আছে। বর্তমানে তিনি পঞ্চায়েত দপ্তরের যুগ্ম সচিব পদে আছেন।













বৃহস্পতিবার আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন সিইওর দায়িত্ব নেওয়ার অর্ডার এসেছে। আকাঙ্ক্ষা ভাস্কর রাজ্যে প্রথম তার চাকরি শুরু করেন সালানপুর ব্লকের বিডিওর দায়িত্ব নিয়ে। তিনিই প্রথম পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে একজন আইএস অফিসার হিসেবে বিডিওর পদে ছিলেন । একই সঙ্গে ব্লকের চিকিৎসা ব্যবস্থার হাল ফেরাতে নিজে মাঝেমধ্যে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রোগীদের চিকিৎসাও করেছেন। তারপর তিনি বিভিন্ন জেলায় উচ্চ পদে কাজ করেছেন। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ থেকে তিনি ডাক্তারি পাস করেন। আকাঙ্খা ভাস্কর ২০১৫ এর ব্যাচের আইএস অফিসার।
- सोनाली शिविर मैदान बना असामाजिक तत्वों का अड्डा, शिकायत
- Asansol : डीआरएम कार्यालय के सामने ट्रेन मैनेजर्स का धरना प्रदर्शन
- রাজ্য সরকার নির্দেশ অমান্যের অভিযোগ, রেজিষ্ট্রেশনের নামে আটকানো হচ্ছে টোটো, সরব আইএনটিটিইউসি নেতা, বিক্ষোভ
- আসানসোল ডিআরএম অফিসে অল ইন্ডিয়া গার্ড কাউন্সিলের অবস্থান বিক্ষোভ
- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় শুরু ” যাত্রী সাথী এ্যাম্বুলেন্স পরিসেবা”
