আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদের সিইও হচ্ছেন আকাঙ্খা ভাস্কর
বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়ঃ পেশায় চিকিৎসক আইএএস আকাঙ্ক্ষা ভাস্কর এবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইওয়ের দায়িত্বভার নিতে চলেছেন। এর আগে রাহুল মজুমদার এই পদে ছিলেন। তিনি বদলি হওয়ার পরে আড্ডার এই পদ খালি আছে। বর্তমানে তিনি পঞ্চায়েত দপ্তরের যুগ্ম সচিব পদে আছেন।




বৃহস্পতিবার আড্ডার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন সিইওর দায়িত্ব নেওয়ার অর্ডার এসেছে। আকাঙ্ক্ষা ভাস্কর রাজ্যে প্রথম তার চাকরি শুরু করেন সালানপুর ব্লকের বিডিওর দায়িত্ব নিয়ে। তিনিই প্রথম পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে একজন আইএস অফিসার হিসেবে বিডিওর পদে ছিলেন । একই সঙ্গে ব্লকের চিকিৎসা ব্যবস্থার হাল ফেরাতে নিজে মাঝেমধ্যে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রোগীদের চিকিৎসাও করেছেন। তারপর তিনি বিভিন্ন জেলায় উচ্চ পদে কাজ করেছেন। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ থেকে তিনি ডাক্তারি পাস করেন। আকাঙ্খা ভাস্কর ২০১৫ এর ব্যাচের আইএস অফিসার।
- ছাই বহনকারী ডাম্পার চলাচলে ছড়াচ্ছে দূষণ, অতিষ্ঠ বাসিন্দাদের রাস্তা অবরোধ, বিক্ষোভ
- अंडाल में जमीन घोटाला: जीवित व्यक्ति को मृत दिखाकर फर्जी दस्तावेज से जमीन बेचने के आरोप में दो गिरफ्तार
- आसनसोल में न्यू ओके वॉच के 35 साल, शानदार प्रदर्शन, टाइटन सीईओ ने की सराहना
- জীবিতকে মৃত দেখিয়ে জাল নথি বানিয়ে অন্যের জমি বিক্রি করার অভিযোগে গ্রেপ্তার হলো দু’জন
- আসানসোল পুরনিগমে প্রস্তুতি বৈঠক, দুদিনের ২৫ শে বৈশাখ পালনের অনুষ্ঠান.