ASANSOL

আসানসোল পুরনিগমের ৪ নং বোরো অফিস, নবরূপে পুর স্বাস্থ্য আধিকারিক অফিসের উদ্বোধন

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যাোপাধ্যায়ঃ আসানসোলের এসবি গরাই রোডের সুকান্ত ময়দানে আসানসোল পুরনিগমের ৪ নং বোরো অফিসের পুর স্বাস্থ্য আধিকারিক অফিসের সংস্কার করা হলো। একইসঙ্গে পুর স্বাস্থ্য দপ্তরের ভ্যাকসিন রাখার জন্য নতুন করে ” কোল্ড চেন ” তৈরী করা হয়েছে। এর জন্য খরচ করা হয়েছে প্রায় ১০ লক্ষ টাকার মতো।
বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে নবরূপে পুর স্বাস্থ্য আধিকারিক অফিসের উদ্বোধন ফলক উন্মোচন করে ও ফিতে কেটে করেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। অন্যদের মধ্যে ছিলেন পুরনিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ দিব্যেন্দু ভগৎ, পুর স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মন্ডল, দুই বোরো চেয়ারম্যান রাজেশ ওরফে বান্টি তেওয়ারি ও ডাঃ দেবাশীষ সরকার সহ অন্যান্যরা।


এই প্রসঙ্গে মেয়র বলেন, আগে থেকেই আসানসোল পুরনিগমের ৪ নং বোরো অফিসে পুর স্বাস্থ্য আধিকারিকের অফিস ছিলো। কিন্তু তা অনেক পুরনো ও ভালো অবস্থায় ছিলোনা। কাজ করতে অসুবিধা হচ্ছিলো। এই কারণে তা ১০ লক্ষ টাকা খরচ করে নতুন করে সংস্কার করা হলো।
মেয়র পারিষদ দিব্যেন্দু ভগৎ বলেন, এখানে ভ্যাকসিন রাখার জন্য একটা কোল্ড চেনও তৈরি করা হয়েছে। এরফলে কাজ করতে অনেক সুবিধা হবে। তিনি আরো বলেন, আসানসোল পুরনিগমের ৫ টি আরবান স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। যা করা হচ্ছে একবারে বিনামূল্যে। তাই আমাদের আবেদন জ্বর হলে স্বাস্থ্য কর্মীদেরকে বলুন। তাদের সহযোগিতা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *