পুরনিগমের সাফাই কর্মীর উপরে হামলার অভিযোগ, গ্রেফতার স্যানিটারি ইন্সপেক্টর !
কুলটির ঘটনায় চাঞ্চল্য : শাস্তির দাবিতে ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Asansol News Today ) বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে আসানসোল পুরনিগমের কুলটি এলাকার ১০নম্বর বোরো অফিসের এক সাফাই কর্মীর উপরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠলো। ভৈরব সোরেন নামে ঐ সাফাই কর্মীর উপরে হামলার ঘটনায় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আসানসোল পুরনিগমের স্যানিটারি ইন্সপেক্টর শাশ্বত ভট্টাচার্য ওরফে দ্বীপকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার রাতের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহত সাফাই কর্মী আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার সকালে এই ঘটনার প্রতিবাদে ও দোষীর কঠোর শাস্তির দাবিতে আদিবাসী সমাজের পক্ষ থেকে এলাকার বাসিন্দা ও পরিবারের সদস্যরা নিয়ামতপুর ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। পুলিশ অফিসাররা ধৃতর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ঘেরাও বিক্ষোভ উঠে যায়।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় আসানসোল পুরনিগমের স্যানেটারি ইন্সপেক্টর শাশ্বত ভট্টাচার্য ওরফে দীপ সাফাই কর্মী ভৈরব সোরেনকে তার চিনাকুড়িী বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সোদপুর গ্রামে। সেখানে ফাঁকা জায়গায় তারা মদ খায়। তারমধ্যে আচমকাই স্যানিটারি ইন্সপেক্টর ঐ সাফাইকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। সে চিৎকার করলে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। এরপর আহত অবস্থায় ভৈরব সোরেন কে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়।খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ আসে।
এই ঘটনার প্রতিবাদে আদিবাসী সমাজের পক্ষ থেকে শনিবার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। তারা ধামসা, মাদল বাজিয়ে তীরধনুক নিয়ে বিক্ষোভ দেখান। তাদের দাবি অভিযুক্ত শাশ্বত ভট্টাচার্য ওরফে দীপকে উপযুক্ত শাস্তি দিতে হবে।
পুলিশ জানায়, অভিযুক্ত স্যানেটারি ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।