চিত্তরঞ্জন দেশবন্ধু মহাবিদ্যালয়ের তিনদিনের সূবর্ণ জয়ন্তী মহোৎসবের সূচনা
বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের চিত্তরঞ্জন দেশবন্ধু মহাবিদ্যালয়ের তিন দিনব্যাপী সুবর্ণজয়ন্তী মহোৎসবের সূচনা হলো রবিবার। এদিন এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার চন্দন কোনার। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।













অনুষ্ঠানে বিধান উপাধ্যায় বলেন, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য আমি, আমার দল সমস্ত রকম সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আরো বলেন, শিক্ষার আরও অগ্রগতি ঘটিয়ে এই কলেজকে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক নম্বর কলেজ হিসেবে শীর্ষে নিয়ে যেতে হবে। কলেজের অধ্যক্ষ ত্রিদিব সন্তপা কুন্ডুর অনুরোধে মহাবিদ্যালয়ের প্রবেশ দ্বারটিকে আরো সুদৃশ্য ও বড় করে তোলার আশ্বাস দেন বিধায়ক। এছাড়াও কলেজের অডিটোরিয়াম হলটিকে শীতাতাপনিয়ন্ত্রিত করারও আশ্বাস দেন তিনি। এরপর মহাবিদ্যালয় চত্বরে ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিধায়ক। কলেজের অধ্যক্ষ বলেন, এই সেন্টার থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে সরাসরি ছেলেমেয়েরা চাকরি জীবনে যেতে পারবে।
- আসানসোল রবীন্দ্রভবনে ইনুমেরেশন ফর্ম নিচ্ছেন বিএলও,বাড়ি – বাড়ি না যাওয়ার অভিযোগ
- আসানসোলের রেলপার এলাকা নিয়ে একাধিক দাবি, জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে থানায় বিক্ষোভ
- আসানসোল গার্লস কলেজের ৭৫ বছর পূর্তি, দুদিনের অনুষ্ঠানের সূচনায় মন্ত্রী মলয় ঘটক
- Asansol Girls College के 75 वर्ष पूरे, भव्य सांस्कृतिक कार्यक्रम का शुभारंभ
- পরকীয়া সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ, গ্রেপ্তার স্বামী

