দুর্গাপুর স্টেশন বাজারে একটি কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : দুর্গাপুর স্টেশন বাজারে অবস্থিত একটি নামী রেডিমেড কাপড়ের দোকানে গতকাল রাত্রে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। গতকাল অর্থাৎ শনিবার গভীর রাত্রে ছাদের গ্রীল কেটে ঢোকে দুষ্কৃতির দল। দোকানের ক্যাশ কাউন্টার থেকে সমস্ত টাকা লুট করে নিয়ে পালায় বলে জানায় দোকান মালিক। দোকান মালিক আরো জানান সিসিটিভি আছে কিন্তু যেহেতু কাপড়ের দোকান অগ্নিসংযোগ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই রাত্রে বন্ধ করে দেওয়া হয় সিসিটিভি।




আরো জানান যে প্রায় চার লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে দুষ্কৃতির দল ।ঘটনা খবর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ । গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুজোর মুখে এই ধরনের চুরির ঘটনায় চাঞ্চল ছড়িয়েছে গোটা স্টেশন বাজার জুড়ে।
- আসানসোল পুরনিগম চালিত গৃহহীনদের হোমের আবাসিকদের দুধ খাওয়ানোর ভাবনা, অতিরিক্ত অর্থের খোঁজে সহৃদয় ব্যক্তিদেরকে আহ্বান
- দুর্গাপুরে ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে দুর্ঘটনায় ঠিকা শ্রমিকের মৃত্যু , ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে বিক্ষোভ, উত্তেজনা
- Mamata Banerjee Target 2026 : ‘आमार पाड़ा, आमार समाधान’ स्कीम की घोषणा, 8 हजार करोड़ का आवंटन
- Asansol साउथ पीपी प्रभारी का तबादला
- ECL कर्मी का शव मिला पेड़ पर लटका