ASANSOL

পশ্চিমবঙ্গ পুলিশের ১৩১ এসআই হলেন ইন্সপেক্টর, এডিপিসি থেকে ৪ জন

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: পশ্চিমবঙ্গ পুলিশের ১৩১ এসআই ইন্সপেক্টর হয়েছেন। রাজ্য পুলিশে ৩১ জন সাব-ইন্সপেক্টর পদোন্নতি পেয়েছেন। তিনি এখন ইন্সপেক্টর হয়েছেন। পাশাপাশি তাদের নতুন জায়গায় পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। আসানসোল – দুর্গাপুর কমিশনারেটের চারজন এসআই, বিজন সমাদ্দার, রাজীব ভট্টাচার্য, বাসুদেব মণ্ডল এবং মো. মোস্তাফিজুর রহমান ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন। বিজন সমাদ্দারকে মহম্মদ বাজার টিজি(বীরভূম), বাসুদেব মন্ডলকে কোর্ট ইন্সপেক্টর(বিষ্ণুপুর), মোস্তাফিজুর রহমানকে চন্দননগর কমিশনারেট, রাজীব ভট্টাচার্যকে জঙ্গিপুর পুলিশ জেলাতে পোস্টিং দেওয়া হয়েছে।

দেখুন তালিকা

Leave a Reply