কুয়ারডি এলাকায় ধস আতঙ্কিত গ্রামবাসীরা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : শুক্রবার সাতগ্রাম এরিয়া অন্তর্গত কুয়ারডি এলাকায় ধস আতঙ্কিত গ্রামবাসীরা তাদের দাবি ইসিএল কর্তৃপক্ষ কয়লা খননের পর ঠিকমতো ভরাট করেনি। নামে অতিরিক্ত বৃষ্টি হলেই ধস নামে এলাকাতে। এদিন এলাকাবাসীরা ইসিএল কর্তৃপক্ষর বিরুদ্ধে খুব উগড়ে দেন তাদের দাবি সকালবেলায় ঘটনাটি ঘটেছে এলাকার কিছু মানুষ ওই ধস কবলিত এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই বিকট আওয়াজ পেয়ে ছুটে গিয়ে দেখেন একটু একটু করে বেশ কিছুটা অংশ গর্তে পরিণত হয়েছে ক্ষুব্ধ এলাকাবাসীদের দাবি ইসিএল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত ঘটনাস্থলে আসেনি।













৫ই সেপ্টেম্বর এই মাঠে টুর্নামেন্ট হয়েছিল। প্রায় গ্রামের ছেলেরা নানা ধরনের খেলার আয়োজন করে, বাচ্চারা ওই মাঠে খেলা করে। এমনকি এলাকার গবাদি পশুও ঐ মাঠে চড়তে যায়। টুর্নামেন্ট চলাকালীন বা অন্য কোন সময় যদি বড় দুর্ঘটনা ঘটতো তাহলে বড়সড়ো প্রাণহানির ক্ষতি হতে পারতো বলে দাবি করেন তিনি স্থানীয় প্রশাসন এবং ই সি এল কর্তৃপক্ষ এই ঘটনায় সজাগ হোক। এলাকাবাসীদের দাবি করেছেন গ্রামের যে সমস্ত ধস্যবলিত এলাকা আছে সেইগুলির সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করুক ই সি এল কর্তৃপক্ষ নতুবা, তাদের পুনর্বাসন দেওয়া হোক।
- জামুড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ, পানীয়জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ, উত্তেজনা
- এসআইআর পশ্চিম বর্ধমানে বিলি ৮৬ শতাংশ ইনুমেরেশন ফর্ম, সর্বদলীয় বৈঠকে ডিএম
- Paschim Bardhaman SIR अब तक 86% फॉर्म वितरित
- Raniganj Accident : कार के उड़े परखच्चे, तीनों यात्री सुरक्षित
- চেপ্টে গেল চারচাকা, অল্পের জন্য প্রাণে রক্ষা

