সপ্তাহ শুরুর প্রথম দিনেই চরম ভোগান্তি, ব্যাপক যানজট
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল শহরের অন্যতম প্রধান রাস্তা এসবি গড়াই রোডে ট্র্যাফিক ব্যবস্থা সপ্তাহ শুরুর প্রথম দিনে ব্যাপক যানজট হয়। সোমবার সকালে কার্যত ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা । প্রায় দুই ঘণ্টার মতো এই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এই কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চূড়ান্ত আকার নেয়। এই রাস্তা দিয়ে স্কুল ও হাসপাতালে যাওয়া লোকজনকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু সেই সঙ্গে এদিনের দূর্ভোগের পরে আসানসোলে ফ্লাইওভারের প্রয়োজন রয়েছে কি না, সেই প্রশ্নও উঠল।




সোমবার সকালে সাড়ে নটা থেকে আসানসোল এসবি গড়াই রোডে আসানসোল জেলা হাসপাতাল থেকে ইসমাইল মোড় এবং ইসমাইল মোড় থেকে বুধা মোড় পর্যন্ত ২ ঘণ্টারও বেশি সময় ধরে এই যানজট ছিলো বলে খবর। সকালে স্কুল ও অফিসে যাওয়ার সময় এসবি গড়াই রোড যানজট থাকার কারণে এই রাস্তা থেকে স্কুল অফিসে যাওয়া শিক্ষার্থীদের চরম বিপাকে পড়তে হয়। পাশাপাশি এসবি গরাই রোডে আসানসোল জেলা হাসপাতাল সহ বেশ কয়েকটি বড় বড় নার্সিং হোম রয়েছে।
যেখানে ২৪ ঘন্টা শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলা নয়, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়খণ্ড থেকে রোগীরা আসেন। এদিনের যানজটের কারণে রোগীর পরিবারের সদস্যদেরও সমস্যা পড়তে হয়। এই যানজটে পুলিশের গাড়ি ও এ্যাম্বুলেন্সও আটকে পড়ে।
কি কারনে এই যানজট তা পুলিশ প্রশাসনের তরফে পরিষ্কার করে জানানো হয় নি। তবে এই যানজটের ছবি এই রাস্তায় নতুন নয়। তবে এদিনের যানজটের ছবিটা ছিলো একবারে অন্যরকম।
- রানিগঞ্জে বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে দামোদরে তলিয়ে গেলো খনি কর্মী, তল্লাশিতে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল
- आसनसोल: तृणमूल ने शुरू किया ‘वोट रक्षा अभियान’, ‘दीदीर दूत’ ऐप
- বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ
- मुर्शिदाबाद हिंसा : आसनसोल में बीजेपी का प्रदर्शन, टीएमसी ने किया पलटवार
- ন্যাশানাল হেরাল্ড মামলা : দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ