দুয়ারে সরকার’ শিবির পরিদর্শন করলেন পশ্চিম বর্ধমানের অবজার্ভর
বেঙ্গল মিরর, কাজল মিত্র:- বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের সামডি ও এথোড়া পঞ্চায়েতের ‘দুয়ারে সরকার’ শিবিরে শুক্রবার দিন পরিদর্শনে আসেন পশ্চিম বর্ধমানের দুয়ারে সরকারের অবজার্ভর স্মারাকী মহাপাত্র সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।এইদিন তিনি বেশ কয়েকজনের হাতে স্বাস্থ্যসাথী কার্ড,রেশন কার্ড,জাতি শংসা পত্র তুলে দেন।তাছাড়াও প্রত্যেকটি শিবির তদারকি করে দেখেন এইদিন।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/09/IMG-20230915-WA0219-500x333.jpg)
তিনি বলেন যথেষ্ট ভালো ভাবে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছে এই অঞ্চলে।তাছাড়া এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক,সালানপুর বিডিও অদিতি বসু,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সামডি পঞ্চায়েত প্রধান অনামিকা মণ্ডল সহ আরো অনেকে।