ASANSOL

ইন্ডিয়ান ব্যাঙ্ক ট্রাইব্যুনালের নির্দেশে ফ্ল্যাটের দখল নিল

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত গোপালপুর গণপতি টাওয়ারের একটি ফ্ল্যাটে ঋণ সংক্রান্ত বিবাদের পরে বিষয়টি ঋণ পুনরুদ্ধারের জন্য ট্রাইব্যুনালে যায়। পরবর্তী সময়ে ডিসিটির নির্দেশে ইন্ডিয়ান ব্যাঙ্ক ফ্ল্যাটটির দখল নেয়। ডিসিটির নিয়োগপ্রাপ্ত রিসিভার ও ব্যাংক আধিকারিক ও পুলিশের উপস্থিতিতে ফ্ল্যাটটির দখল নেয় ব্যাংক। ওইসময়, রিসিভার মৌসুমী গাঙ্গুলি, ইন্ডিয়ান ব্যাঙ্কের এজিএম মৃত্যুঞ্জয় দাস, আসানসোল দক্ষিণ থানার আধিকারিক হেমন্ত দত্ত, রিকভারি এজেন্ট রাজীব ব্যানার্জি, আইনজীবী সংগ্রাম সিং-এর উপস্থিতিতে বৈদ্যনাথ মুখার্জির কাছ থেকে ফ্ল্যাটটির দখল নেওয়া হয়।


ব্যাঙ্কের আইনজীবী সংগ্রাম সিং জানিয়েছেন, প্রভাষ রায় ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলেন। প্রায় ১৫ লাখ টাকা ঋণ ছিল। ঋণ পরিশোধ না করায় ২০১২ সালে ফ্ল্যাটটি দখলে নেয় ব্যাংক। কিন্তু তখন বৈদ্যনাথ মুখোপাধ্যায় ইউকো ব্যাঙ্ক থেকে লোন নিয়ে তা কিনে নেন। এরপর বিবাদের জেরে বিষয়টি ডিসিটির কাছে যায়। সেখানে শুনানি শেষে ডিসিটি বন্ধক রাখা ফ্ল্যাটটি দখলে নিতে ইন্ডিয়ান ব্যাংককে নির্দেশ দেয়। যার ভিত্তিতে আজ ফ্ল্যাটটির দখল নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *