BARABANI-SALANPUR-CHITTARANJAN

বন্ধ হয়ে পড়ে থাকা হিন্দুস্তান কেবলসের জমি নিয়ে ফের জল্পনা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে পড়ে থাকা হিন্দুস্তান কেবলসের রাজ্য সরকারের ভূমি রাজস্ব, উদ্বাস্তু ত্রাণ, পুনর্বাসন দপ্তরের সচিব স্মারকি মহাপাত্রের হিন্দুস্তান কেবলসের জমি পরিদর্শন নিয়ে ফের জল্পনা। শুক্রবার তিনি হিন্দুস্তান কেবলসের পড়ে থাকা জমির কয়েকটি এলাকা ঘুরে দেখেন। যদিও বিষয়টি নিয়ে কোন পরিকল্পনার কথা স্মারকী মহাপাত্র জানাননি।

তিনি জানিয়েছেন দুয়ারে সরকারের শিবির ভিজিটে আসার সময় তিনি হিন্দুস্তান কেবলসের পড়ে থাকা জমির কথা জেনে এলাকাটি দেখে গেছেন মাত্র। তবে হিন্দুস্তান কেবেলস কারখানার পড়ে থাকা জমিতে নতুন শিল্প গড়াকে ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন জল্পনা, পরিকল্পনার কথা সামনে এসেছে। তবে রাজ্য সরকারের ভূমি রাজস্ব দপ্তরের সচিব স্মারকি মহাপাত্রের হিন্দুস্থান কেবলস এলাকা পরিদর্শনের পর আবার নতুন করে হিন্দুস্থান কেবলসের জমিকে ঘিরে জল্পনা শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে।

Leave a Reply