আসানসোলে জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের, যাতায়াতের রাস্তার দাবিতে
বেঙ্গল মিরর, মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ যাতায়াতের রাস্তার দাবিতে রবিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বকবাঁধি এলাকার বাসিন্দারা ১৯ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু এসে তাদের দাবি পূরণ করার সময় চেয়ে আশ্বাস দেন। তারপরে এলাকার বাসিন্দারা তাদের বিক্ষোভ তুলে নেন। বকবাঁধি এলাকার বাসিন্দা রাহুল দেব বলেন, দীর্ঘ ৬ বছর ধরে এই দাবি রয়েছে এই এলাকার বাসিন্দাদের। কালিপাহাড়ি ব্রিজের যে কাজ শুরু হয়েছে, তারজন্য সাধুবাদ জানাচ্ছি।














২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় ১৯ জনের মৃত্যু হয়েছে এই এলাকায়। আর কত যে পথ দূর্ঘটনা ঘটেছে, তা আসানসোল দক্ষিণ ও উত্তর থানার পুলিশ জানে। তিনি আরো বলেন, এই এলাকায় বকবাঁধি সহ বারোটি গ্রাম ও তিনটি আদিবাসী গ্রাম রয়েছে। এই ব্রিজ হয়ে গেলে বলতে গেলে সব গ্রামের রাস্তা বন্ধ হয়ে যাবে। তার জন্য এদিন আমরা রাস্তা অবরোধের জন্য এসেছিলাম।
পুলিশের আশ্বাসে আমরা অবরোধ তুলে নিয়েছি। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানানো হচ্ছে। হয় আমাদের জন্য ফুট ওভারব্রিজ তৈরি করে দেওয়া হোক, নয়তো কালিপাহাড়ি ব্রিজের টার্নিং খুলে দেওয়া হোক। রাহুল দেব সহ বিক্ষোভকারীরা এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, এরপরেও দাবি পূরণ না হলে, বৃহত্তর আন্দোলন করা হবে।
- বিসিসিএলের ওসিপিতে ধস, মৃত ২, জখম দুজন, নিখোঁজদের উদ্ধার অভিযান
- OCP में अवैध खनन में धंसान 2 की मरने और 2 फंसे होने की आशंका ! रेसक्यू जारी
- सम्पर्क ऑनलाइन फिनसर्व एलएलपी को ISO 9001:2015 प्रमाणन का नवीनीकरण
- স্বামী বিবেকানন্দর ১৬৪তম জন্মজয়ন্তীতে ‘ আসানসোল প্রগতি’র অনুষ্ঠান
- আসানসোলে পোস্ট অফিস স্থানান্তরের বিরোধিতা ,পোস্টার হাতে বিক্ষোভ বাসিন্দাদের


