বোনাসের দাবিতে ইসিএলের সদরদপ্তরে ঠিকা কর্মীদের বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ বোনাসের দাবিতে মঙ্গলবার আসানসোলের কুলটির শাঁকতোড়িয়ায় ইসিএলের সদরদপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ঠিকা কর্মীরা। ঠিকা কর্মীদের এই আন্দোলনে নেতৃত্ব দেন আসানসোল পুরনিগমের প্রাক্তন কাউন্সিলার স্থানীয় বিজেপি নেতা অভিজিৎ আচার্য।
এই প্রসঙ্গে তিনি বলেন, কোল ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান ঠিকা শ্রমিকদের ৮.৩৩ শতাংশ বোনাস চালু করে গেলেও বর্তমান খনি কর্তৃপক্ষের নির্দেশে ঠিকা কর্মীদের বোনাস বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমান খনি কর্তৃপক্ষ ইসিএলের ঠিকাদারদের সাথে আঁতাত করেছে। তাই যতক্ষণ না পর্যন্ত ঠিকা শ্রমিকদের দাবি মেনে বোনাসের ব্যবস্থা করা হবে, তাদের আন্দোলন চলতে থাকবে। প্রয়োজনে সিএমডি অফিস বন্ধ করে দেওয়া হবে। ইসিএলের সদর দপ্তরের গেট বন্ধ করে গেটের বাইরে সকাল এগারোটা থেকে দুপুর পর্যন্ত ৪ ঘন্টা ধরে চলে এই বিক্ষোভ। তবে ঠিকা কর্মীদের এই দাবি নিয়ে ইসিএলের সদরদপ্তরের আধিকারিকেরা কোন মন্তব্য করতে চাননি।