পাণ্ডবেশ্বর বিধানসভার বাঁশগড়ায় নতুন কেমিক্যাল ইন্ডাস্ট্রি উদ্বোধন
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী : পাণ্ডবেশ্বর বিধানসভার শিল্পায়নে নবজোয়ার। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের বাঁশগড়ায় নতুন কেমিক্যাল ইন্ডাস্ট্রি শুভ উদ্বোধন। মা বৈষ্ণোদেবী কেমিক্যাল ফ্যাক্টরি উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মূলত ২০০ কোটি টাকা বিনিয়োগ ও প্রচুর স্থানীয় কর্মসংস্থান হবে বলে জানান সংস্থার কর্ণধার মনোজ সরাফ।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/09/IMG-20230929-WA0186-500x281.jpg)
পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিভিন্ন এলাকা মূলত কৃষি কাজের সাথে যুক্ত। তাই এই এলাকায় নুতন শিল্পায়নে স্থানীয় কর্মসংস্থান হবে বলে আশাবাদী স্থানীয়রা। এই ফ্যাক্টরি থেকে উৎপাদিত হবে ম্যাঙ্গানিজ, কার্বাইড, সিলিকন বিভিন্ন কেমিক্যালজাত দ্রব্য।
বিরোধীদের অভিযোগের ভিত্তিতে শিল্পায়নে খরা ভিত্তিতে এই নতুন শিল্পের উদ্বোধন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অন্যদিকে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, পশ্চিমবঙ্গে উন্নয়ন এবং শিল্পায়ন দুটি সমার্থক শব্দ। এই শিল্পের ফলে বিস্তীর্ণ এলাকায় কর্মসংস্থান হবে এবং প্রচুর বেকার যুবক-যুবতীরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই শিল্পের মাধ্যমে উপকৃত হবেন। এই শিল্পায়ন থেকেই প্রমাণ হয়, পাণ্ডবেশ্বরে শিল্পের যথেষ্ট অনুকূল পরিবেশ রয়েছে এবং আগামী দিনে এই পাণ্ডবেশ্বর বিধানসভা তথা পশ্চিম বর্ধমান বিভিন্ন এলাকায় বিভিন্ন শিল্পপতিরা শিল্প গঠনে আগ্রহী হবেন।