BARABANI-SALANPUR-CHITTARANJAN

স্কুলের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা সরাসরি সাক্ষাৎ করল রূপনারায়ণপুর পুলিশের সঙ্গে

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লকের আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশন এবং আছড়া রায় বলরাম গার্লস হাই স্কুলের কন্যাশ্রী ক্লাবের মেয়েরা সরাসরি সাক্ষাৎ করল রূপনারায়ণপুর পুলিশের সঙ্গে।এদিন এই স্কুল পড়ুয়ারা
কন্যাশ্রী ক্লাবের সক্রিয় সদস্য হিসেবে হাতে-কলমে আইনের নানা দিক বুঝে নেওয়ার জন্য উপস্থিত হল সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়িতে।স্কুল পড়ুয়া মেয়েদের বিভিন্ন সমস্যায় এরাই প্রথমে এগিয়ে যায়।কম বয়সী মেয়েদের বিয়ে রুখতে এরাই রুখে দাঁড়ায় সাহসিকতার সঙ্গে। স্কুলে ছাত্রীদের যে কোন অসুবিধায় পাশে দাড়াই এই কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা।


আর তাই আইন ও থানা সম্পর্কে নিজেদের আরো ভালোভাবে তৈরি করতে ছুটে যায় রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে। এদিন সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত কুমার হাটি ও রূপনারায়নপুর ফাঁড়ি ইনচার্জ মইনুল হক এই আছরা রায় বলরাম গার্লস হাই স্কুল ও আছরা যজ্ঞেশ্বর ইনস্টিটিউশন এর কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের বুঝিয়ে বললেন পুলিশি ব্যবস্থার বিভিন্ন দিক।একই সাথে ছাত্রী জীবনে মোবাইল ব্যবহারে সর্তকতা , অযথা প্রলোভনে পা না দেওয়া সহ নানান সচেতনতামূলক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ আধিকারিকেরা। কোন অপরাধে কি সাজা, কোথায় থাকে পুলিশের ধরে আনা বন্দিরা, কোথায় থাকেন পুলিশ আধিকারিক কনস্টেবল এই সবই অত্যন্ত মনোযোগ সহকারে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা পর্যবেক্ষণ করে। ছাত্রীদের সাথে স্কুলের শিক্ষক ও শিক্ষিকারাও উপস্থিত ছিলেন

Leave a Reply