BARABANI-SALANPUR-CHITTARANJAN

পোষ্ট অফিসের পরিষেবা দির্ধদিন ধরে বিকলসমস্যায় গ্রাহকরা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের সালানপুর পোষ্ট অফিসে দীর্ঘদিন ধরে যথাযথ পরিষেবা পাওয়া যাচ্ছে না।এই পরিস্থিতিতে শনিবার এক ঘন্টার ওপর লাইনে দাঁড়িয়ে থেকেও পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়ে। তারা ফোনের মাধ‍্যমে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অভিযোগও জানায়। এর কিছুক্ষণ পরে পরিষেবা প্রদান শুরু হলে গ্রাহকদের ক্ষোভ নিরসন হয়।

স্থানীয় গ্রাহকদের বক্তব‍্য বিগত এক বছর ধরে উক্ত পোষ্ট পরিষেবা ব‍্যহত হচ্ছে। কোনোদিন লিঙ্ক নেই তো কোনোদিন পোষ্ট অফিস কর্মচারিদের আইডি নেই। এইসব নানা বাহানার সাথে আছে প্রতি ১৫ দিন এক মাসে পোষ্ট মাস্টার ও কর্মচারীদের বদলি। ফলে গ্রাহকরা বিগত দুই সপ্তাহ ধরে প্রতিদিন পরিষেবা না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যেতে বাধ‍্য হয়েছেন। যদিও বর্তমানে দায়িত্বপ্রাপ্ত পোষ্ট মাষ্টার রঞ্জন ঠাকুর জানিয়েছেন, বর্তমানে ওই পোষ্ট অফিসে পোষ্ট মাষ্টার নেই।

তিনি দায়িত্ব প্রাপ্ত হয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে বিগত কয়েকদিন ধরে তিনি ও তার এক সহকর্মী ছুটিতে ছিলেন। আজই জয়েন করেছেন। তাদের আইডি না পাওয়ায় পোষ্ট অফিসের পরিষেবা ব‍্যাহত হয়েছে। আইডি পাওয়া গেলেই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।একই সাথে নোটু ভাবে একাউন্ট খুলতে পাসবই না থাকতে সমস্যা পড়তে হচ্ছে।গ্রাহক দের পাসবই না থাকার কথা যদিও শিকার করেছেন পোস্টমাস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *