RANIGANJ-JAMURIA

প্রাতঃভ্রমণে বেরিয়ে অজ্ঞাত যানের ধাক্কায় মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : এবার প্রাতঃভ্রমণে বেরিয়ে অজ্ঞাত যানের ধাক্কায় দুর্ঘটনা স্বীকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক প্রাতভ্রমণকারীর। রানীগঞ্জ ব্লকের তিরাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাড়াভাঙ্গা এলাকায় শনিবার সকাল সাড়ে চারটে নাগাদ ঘটে এই ঘটনা। ঘটনা প্রসঙ্গে জানা যায় বছর ৬০টের হাড়াভাঙ্গার বাসিন্দা মঙ্গল ঘোষ, অন্যান্য দিনের মতো শনিবারও বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে, সে সময়ই রাস্তার মধ্যে কোন এক ভারী যান তাকে ধাক্কা মেরে দিয়ে চলে যায়। স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে হতচকিত হয়ে পড়ে, এরপর স্থানীয়রা ওই মৃতদেহকে সেখানেই আটকে রেখে এই ঘটনার প্রতিকার চেয়ে ও মৃতের পরিবার-পরিজনদের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে লাগাতার বিক্ষোভ চালায়।

বিক্ষোভকারীদের দাবি এই রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে বালি ভর্তি লরি যাতায়াত করে, আর সেই বালি ভর্তি লরির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে বলেই তারা দাবি করেছেন। এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেই রাস্তা দিয়ে যেন সঠিকভাবে যান চলাচল করে সেই দাবি তুলে ও রাস্তার নিরাপত্তা বাড়ানোর দাবিতে স্থানীয়রা ওই অংশের দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছে। এদিকে এই ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালায়। স্থানীয়দের একটাই দাবি বারংবার ঘটা এই দুর্ঘটনা রুখতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *