কুলটি পুর এলাকায় রাস্তার বেহাল দশা, জমা জলে মাছ ধরলেন কংগ্রেস কর্মীরা
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের কুলটি পুর এলাকায় রাস্তার একেবারে বেহাল দশা। এমনকি রাজ্য সড়কেও তৈরী হয়েছে খানাখন্দ। আর কয়েক দিনের টানা বৃষ্টিতে সেইসব খানাখন্দে জল জমে তৈরি হয়েছে ছোটখাটো ডোবা। রবিবার সেইসব খানাখন্দের জমা জলে পথচারী ও গাড়ি চালকদের সামনে জাল ফেলে মাছ ধরলেন আসানসোলের কুলটি ব্লক কংগ্রেসের নেতা ও কর্মীরা কংগ্রেসের নেতা ও কর্মীদের এদিন এই অভিনব আন্দোলনের সাক্ষী থাকলো কুলটির নিয়ামতপুর – পুরুলিয়া রোডের ডিসেরগড় পোষ্ট অফিস মোড় সংলগ্ন এলাকা।




এদিন এই বিক্ষোভ প্রসঙ্গে কংগ্রেসের নেতা ও কর্মীরা ক্ষোভের সঙ্গে বলেন, তৃনমুল কংগ্রেসের পরিচালিত আসানসোল পুরনিগম সাধারণ মানুষের পরিসেবায় কি উন্নয়নমুলক কাজ করছে কে জানে? বিশেষ করে কুলটি পুর এলাকায় কোন পুর পরিসেবা নেই। নিয়ামতপুর, ডিসেরগড় সহ কুলটির বিস্তীর্ণ এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা। বড় বড় গর্ত তৈরি হয়েছে। আর বৃষ্টিতে সেই সব গর্তে জল জমে পুকুর তৈরি হয়েছে। আমরা এদিন আসানসোল পুরনিগমের হুঁশ ফেরাতে জমা জলে মাছ ধরলাম। তারা বলেন, শুধু মুখেই বলা হচ্ছে উন্নয়নের জোয়ার এসেছে। কিন্তু তা কোথায় কেউ দেখতে পাচ্ছেনা। তাই এদিন রাস্তার সংস্কার দাবি নিয়ে এই অভিনব আন্দোলন করা হলো।
আসানসোল পুরনিগমের তরফে বলা হয়েছে, টানা বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। পুজোর আগেই রাস্তা সারাইয়ের কাজ করা হবে।