ASANSOL

আসানসোলে বিজেপিতে কি অন্তর্কলহ ? জেলা সভাপতিকে নিয়ে প্রশ্ন তুললেন কাউন্সিলর!

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : লোকসভা নির্বাচনের আগে কি এবার অন্তর্কলহ দেখা দিতে শুরু করেছে খোদ বিজেপিতে? টিকিটের জন্য ইতিমধ্যে বেশ কিছু সদস্যের মধ্যে প্রতিযোগিতা শুরু হবার উপক্রম। এবার খোদ বিজেপি কাউন্সিলররাই দলের জেলা সভাপতিকে নিয়ে প্রশ্ন তুলছেন।

আজ বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় X-এ আইটি সেল সংক্রান্ত আসানসোল জেলা সাংগঠনিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের কিছু ছবি শেয়ার করেছেন। ওই পোস্টেই বিজেপি কাউন্সিলর অমিত তুলসিয়ান মন্তব্য করেছেন যে সভাপতির কারণে লোকসভায় আমাদের হারতে হবে। একজন সৎ বিজেপি কর্মী হিসাবে আমি গ্যারান্টি দিতে পারি যে এই ব্যক্তির বুথে বিজেপি মানসিকতার লোক থাকবে না, তিনি লোকসভা পরিচালনা করতে বা সামলাতে পারবেন না।

অমিত তুলসিয়ানের এই মন্তব্যের জেরে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে নানা রকম জল্পনা শুরু হয়েছে কেন জেলা সভাপতিকে টার্গেট করলেন কাউন্সিলর, এর পিছনে অন্য কেউ আছে নাকি বড় ষড়যন্ত্র নাকি কাউন্সিলরের উদ্দেশ্য কিছু রয়েছে? কাউন্সিলরের এই মন্তব্য নিয়ে আপাতত বিজেপির অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় প্রথমে মতপ্রকাশের স্বাধীনতা বলে কোনো মন্তব্য করতে অস্বীকার করেন। এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হবে কিনা এই প্রশ্ন করলে তিনি বলেন যে তিনি পোস্টে বিজেপি কাউন্সিলরের মন্তব্যটি দেখেননি। সবাই খুব সহজে বিজেপির সাংগঠনিক কাঠামোতে নিজেদের মানিয়ে নিতে পারে না। তিনি প্রথম পদে ছিলেন। হয়তো নিজেদর ব্যর্থতা ঢাকতে তারা এসব করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *