ASANSOL

কোল ইন্ডিয়ার শ্রমিকরা এবার পুজো বোনাস বাবদ ৮৫০০০ টাকা পাবে

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, আসানসোল : কোল ইন্ডিয়ার অন্তর্গত সারা ভারতবর্ষে রাষ্ট্রয়ত্ত ইসিএল সহ সবকটি কয়লা সংস্থা শ্রমিকরা এবার পুজো বোনাস বাবদ ৮৫০০০ টাকা পাবে। রবিবার দিল্লিতে কোল ইন্ডিয়া অফিসে এই বিষয়ে কোল ইন্ডিয়া কর্তৃপক্ষ এবং স্বীকৃত পাঁচটি ট্রেড ইউনিয়নে প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত হয়। গত বছর এই পরিমাণ ছিল ৭৬ হাজার৫০০ টাকা। ইসিএলের সিটুর জেসিসি সদস্য সুজিত ভট্টাচার্য্য বলেন শ্রমিক নেতৃত্বরা এবার ১ লাখ টাকা করে দাবি করেছিলেন। শেষ পর্যন্ত ৮৫ হাজার টাকা সিদ্ধান্ত হয় এবং সেই অনুযায়ী চুক্তি হয়েছে রবিবার। এতে ইসিএল এর প্রায় ৪৬ হাজার শ্রমিক সহ কোল ইন্ডিয়ার ২ লাখ ৪২০০০ শ্রমিক উপকৃত হবেন বলে জানা গেছে। আগামী একুশে অক্টোবর এর মধ্যে এই টাকা শ্রমিকদের একাউন্টে দিতে হবে।

दुर्गापुर से बनारस के लिए खरीदा गया कोयला बीच में हुआ गायब
coal file photo

CIL BONUS

वर्ष राशि

  • 2010 17,000
  • 2011 21,000
  • 2012 26,000
  • 2013 31,500
  • 2014 40,000
  • 2015 48,500
  • 2016 54,000
  • 2017 57,000
  • 2018 60,500
  • 2019 64,700
  • 2020 68,500
  • 2021 72,500
  • 2022 76,500

Leave a Reply