নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের ৪৯ তম বার্ষিক সাহিত্য অধিবেশন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের আসানসোল শাখার ৪৯ তম বার্ষিক সাহিত্য অধিবেশন রবিবার অনুষ্ঠিত হলো আসানসোল পুরনিগমের আলোচনা হলে।
এদিন সকালে প্রথমে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অধিবেশনের সূচনা করেন শাখার সভাপতি দিলীপ সাহা। পরে সংগঠনের সদস্যা পারুল বন্দোপাধ্যায়ের প্রদীপ জ্বালানোর মধ্যে দিয়ে মুল সাহিত্য অধিবেশনের উদ্বোধন হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের বোরো চেয়ারম্যান উৎপল সিনহা।
এদিনের অধিবেশনের মুল আকর্ষণ ছিলো তিনটি বিষয়ে আলোচনা সভা। “শতবর্ষে মৃণাল সেন ” আলোচনা সভার আলোচক হিসাবে ছিলেন আসানসোল বিসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাল্গুনী মুখোপাধ্যায়। আরো দুটি আলোচনা সভায় বক্তা হিসেবে ছিলেন ডঃ পিকে দে সরকার ও তাপস রায়। পরে কবিতা পাঠ ও গানের অনুষ্ঠান হয়। বিভিন্ন প্রতিযোগিতার সফল প্রতিযোগিদের পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে বিকেলে এদিনের সাহিত্য অধিবেশন শেষ হয়।