আসানসোল পুরনিগমে আমরুত সহ বিভিন্ন প্রকল্পে একাধিক দূর্নীতির অভিযোগ বিজেপি নেতার, নস্যাৎ কতৃপক্ষের
জামুড়িয়া বোরো অফিসে বিজেপির অবস্থান বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস পরিচালিত আসানসোল পুরনিগমের বিরুদ্ধে একাধিক বিষয়ে দূর্নীতির অভিযোগ তুললেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। সোমবার সকালে বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আসানসোলের বার্ণপুর রোডের কোর্ট মোড় সংলগ্ন ঢলি লজের দলের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে আসানসোল পুরনিগম ও তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন অভিযোগ তোলেন। তিনি বলেন, আসানসোল পুরনিগম দুর্নীতির আস্তানায় পরিণত হয়েছে। সেখানে বিভিন্ন রকমের দুর্নীতি হচ্ছে। তা হোর্ডিং, ব্যানার বা আমরুত প্রকল্পের টাকা হোক না কেন। আসানসোল পুরনিগমের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের মদতে প্রতিটি প্রকল্পে এইবদুর্নীতি হয়েছে।




টাকা আত্মসাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগে জানা গেছিলো একটি ক্ষেত্রে প্রায় ২ লক্ষ টাকা আত্মসাতের ঘটেছে। কিন্তু এখন তার পরিমাণ বেড়ে ৮৬ লক্ষ টাকা হয়েছে। তিনি দাবি করেন যে, এর পরিমাণ ২ কোটি টাকারও বেশি। যা আত্মসাৎ করা হয়েছে। তিনি আসানসোল পুরনিগম কতৃপক্ষকে চ্যালেঞ্জ করে বলেন যে আমরুত প্রকল্পের জন্য প্রাপ্ত টাকা ব্যবহার করা হয়েছে তা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হোক। এর ফলে কত পরিমাণ দুধ কত পরিমাণ জল প্রমাণ হয়ে যাবে। এটি প্রমাণ করবে যে কতটা দুর্নীতি হয়েছে, তা নিয়ে কথা বলছি। কুলটি বোরো অফিসে যে টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে, সেখানে একটি এফআইআরও করা হয়নি। যাদের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে সেই একই ব্যক্তিদেরও তদন্ত কমিটিতে রাখা হয়েছে বলে তিনি বিস্ময় প্রকাশ করেন।
তিনি বলেন, ডেঙ্গু নিয়েও সিবিআই তদন্ত করা হোক। আসানসোল পুরনিগমের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ১০ অক্টোবরের মধ্যে ডেঙ্গি পুরোপুরি নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু তা কমা বা নিয়ন্ত্রণ হওয়া তো দূরের কথা ডেঙ্গুর প্রকোপ এখনও বাড়ছে। তিনি বলেন, বিজেপি নেতা মদন মোহন চৌবেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এটি সর্বত্র বাড়ছে। বিশেষ করে ৪ ও ৫ নম্বর বোরোতে ডেঙ্গুর প্রকোপ যথেষ্ট বেড়েছে। তার দাবি, আসানসোল পুরনিগম কতৃপক্ষ ডেঙ্গু প্রতিরোধে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
তবে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের এই দাবি উড়িয়ে দিয়েছেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। তিনি বলেন, সবক্ষেত্রেই স্বচ্ছতার সঙ্গে কাজ করা হচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় আসানসোল পুরনিগম সবরকম পদক্ষেপ নিয়েছে।
অন্যদিকে জামুড়িয়া বিধানসভার বিজেপির মন্ডল ৩ ও ৪ এর পক্ষ থেকে এলাকায় ডেঙ্গুতে দুজনের মৃত্যুর প্রতিবাদে ও রাস্তা, আলো এবং পানীয়জল সহ আরো অন্যান্য দাবিতে ধর্ণা অবস্থান ও বিক্ষোভ দেখানো হলো। সোমবার আসানসোল পুরনিগমের জামুড়িয়ায় ১ নং বোরো অফিসের সামনে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় , রাজ্য সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণ বিধান সভার বিধায়ক অগ্নিমিত্রা পাল, রাজ্য নেতা দেবতনু ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সহ দলের কার্যকর্তা সহ নেতৃত্বরা।
বিজেপির জেলা সভাপতি, বিধায়ক ও রাজ্য নেতারা বলেন, দাবি পূরণ করা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করা হবে।