ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম : ১৯৪টি পরিবারকে ৪০ হাজার টাকা দেওয়া হবে
আসানসোলের মেয়র ১০ মহিলাকে ৪০ হাজার টাকার চেক দিলেন
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিমের অধীনে বুধবার আসানসোল পুরনিগমে মেয়র বিধান উপাধ্যায় ১০ জন সুবিধাভোগীকে ৪০ হাজার টাকার চেক তুলে দেন। এই ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম হল এমন একটি প্রকল্প যাতে একটি বিপিএল পরিবারের উপার্জনকারী ব্যক্তির যদি মৃত্যু হয় তাহলে সেই পরিবার সরকার থেকে ৪০ হাজার টাকার সহায়তা বা অনুদান পান। এদিন আসানসোল পুরনিগমে মেয়রের চেম্বারে মেয়র বিধান উপাধ্যায় ১০ জন মহিলাকে এই চেক তুলে দেন।




এই বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় জানান, মোট ১৯৪ জন মহিলাকে এই অনুদান দেওয়া হবে। এদিন ১০ জন মহিলাকে এই চেক প্রদানের মাধ্যমে এই প্রকল্পের সূচনা করা হল। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিপিএল পরিবারগুলোকে সাহায্য করা হয়। সেসব পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে সেই পরিবারকে এই অর্থ প্রদান করা হয়।তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ই গরিব-দুঃখীদের সাহায্য করেন।
পরিবারের কথা চিন্তা করে এই প্রেক্ষাপটে এই সহায়তা করা হলো। এইঅনুষ্ঠানে উপস্থিত আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরিদ্র, বিপিএল পরিবারগুলিকে সাহায্য করার জন্য এই টাকা করেছেন। মোট ১৯৪টি পরিবারকে এই ভাবে ৪০ হাজার টাকা দেওয়া হবে। এই টাকা আবেদনকারী পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করা হবে।চেয়ারম্যান বলেন, রাজ্য সরকার এবং আসানসোল পুরনিগম আগেও দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছিল ও সব সময় তাদের পাশে থাকবে।