বারাবনি বিধানসভায় ৬ টি পুজো ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- প্রতিবারের মত এবারেও মহালয়ার আগেই পুজো মন্ডবের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
বৃহস্পতিবার বিকেল থেকে এই পুজো উদ্বোধন শুরু করেন তিনি। বিকেল ৪টেয় কালীঘাটের বাড়ি থেকে, ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্বোধন করেন ।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা ছাড়াও পশ্চিম বঙ্গের ২২টি জেলায় হাজারের বেশি পুজো উদ্বোধন করলেন তিনি। সেই মত পশ্চিম বর্ধমান জেলার ৩২ টি পুজো মন্ডবের মধ্যে বারাবনি বিধান সভায় ৬ টি পুজো মন্ডবের ভার্চুয়াল উদ্বোধন করেন।
যার মধ্যে সালানপুর ব্লকে দুটি, বারাবনি ব্লকে দুটি, চিত্তরঞ্জন ব্লকে দুটি মোট ছয়টি সর্ব জননী দুর্গাপূজার উদ্বোধন করেন।এদিন সালানপুর ব্লকের বিডিও অদিতি বসুর ব্যাবস্থাপনায় রূপনারায়নপুর নান্দনিক হলের প্রেক্ষাগৃহে পর্দার মাধ্যমে ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানের দেখার ব্যাবস্থা করা হয়।যেখানে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি,রূপনারায়পুর ফাঁড়ির ইনচার্জ মইনুল হক,জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশ পতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সমাজসেবী ভোলা সিং সহ পূজা কমিটির সদস্যরা।
এদিন বারাবনি বিধানসভার মধ্যে সালানপুর ব্লকের রূপনারায়নপুর মহিলা মহল সর্ব জননী দূর্গাপূজা এবং রূপনারায়নপুর স্টেশন রোড মহিলা কমিটি দুর্গাপূজা।চিত্তরঞ্জন শহরে এরিয়া-৬ ও সিমজুড়ির সর্ব জননী দুর্গাপূজার উদ্বোধন করেন।বারাবনি ব্লকে ভানোড়া ওয়েস্ট ব্লক সর্ব জননী দুর্গাপূজা,কাশিডাঙ্গা সর্ব জননী দুর্গাপূজা।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান এই ভাবে গ্রামাঞ্চলের পূজা গুলি মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন তা আগে হয়নি।আমার খুশি এইবার বারাবনি বিধানসভায় ৬টি দূর্গাপূজা ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।