RANIGANJ-JAMURIA

রানিগঞ্জে খনি দূর্ঘটনায় মৃতদের পরিবার নিয়ে ইসিএলের এরিয়া অফিসে ধর্ণা বিক্ষোভে অগ্নিমিত্রা পাল

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জের নারায়ণকুড়িতে খনি দূর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ দিতে হবে ইসিএলকে । এই দাবিকে সামনে রেখে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মঙ্গলবার সকালে আসানসোলের জামুড়িয়ায় ইসিএলের কুনুস্তোরিয়া এরিয়ার জেনারেল ম্যানেজারের অফিসের সামনে ধর্ণায় বসলেন আসানসোল দক্ষিণ বিধান সভার বিধায়ক তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল। একইসঙ্গে কয়লা চুরি সহ একাধিক বিষয় নিয়ে ইসিএলের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে সরব হন বিজেপি বিধায়ক। বিজেপির মঙ্গলবারের কুনুস্তোরিয়া এরিয়ার জেনারেল ম্যানেজারের অফিসে বিক্ষোভের কারণে বড় মেন গেট বন্ধ করে জামুড়িয়া থানার পুলিশ মোতায়েন করা হয়েছিলো।

পুলিশের তরফে অগ্নিমিত্রা পাল সহ বিজেপি নেতাদেরকে পাশের ছোট গেট দিয়ে অফিসের ভেতরে যেতে বলা হয়। তাতে বিজেপি বিধায়ক ক্ষিপ্ত হন। তারা বড় গেট দিয়ে ভেতরে যাওয়ার দাবি করেন। কিন্তু পুলিশ তা না খোলায় বিজেপির নেতা ও কর্মীরা জোর করে অফিসের ভেতরে ঢুকে যান। বিজেপি বিধায়ক গোটা ঘটনা নিয়ে এরিয়া অফিসে জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলেন।
এই বিক্ষোভের নিয়ে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল দাবি করে বলেন, নারায়ণকুড়িতে খনি ধসে তিনজনর মৃত্যু হয়নি। ঐ ঘটনায় সাত জন মারা গেছেন। পুলিশ প্রশাসন তথ্য প্রমান লোপাট করে দিয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলেছে। এর পেছনে এলাকার তৃনমুল কংগ্রেসের নেতা ও ইসিএলের আধিকারিকদের একাংশ জড়িত রয়েছেন। রাজ্য সরকার সেই তিনজনের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতি পূরণ দিয়েছে। আমার দাবি , ইসিএল কতৃপক্ষকে সাতজনের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে।

এদিন আমার সঙ্গে সেই সাতজনের পরিবর্তে ছজনের পরিবারের সদস্যরা রয়েছেন। এছাড়া ঐ এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে কয়লা তোলার কারণে যেসব বাড়িতে ফাটল দেখা দিয়েছে তার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কয়লাখনির জন্য পুকুরের জলস্তর নিচে চলে যাচ্ছে। তাই বিকল্প জলের ব্যবস্থা করতে হবে। সর্বোপরি কিভাবে ইসিএলের খনি এলাকায় বহিরাগতরা ঢুকে পড়ছে তার জন্য নিরাপত্তার ব্যর্থতা নিয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। ইসিএলের আধিকারিকরা এই বিষয়গুলি নিয়ে তারা তাদের উচ্চপর্যায়ে কথা বলে সমাধানের আশ্বাস দেন বলে জানা গেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *