ASANSOL

আসানসোল গ্রামে সিঁদুর খেলা বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হল

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : প্রতি বছরের মতো এবারও সারা রাজ্যের পাশাপাশি আসানসোল গ্রামেও দুর্গাপূজার দশমীতে সিঁদুর খেলা বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হল। ওই সিঁদুর খেলা উপলক্ষে নারীদের পাশাপাশি পুরুষরাও অংশ নেয় সিঁদুর খেলায়। হাজার হাজার মহিলা মা দুর্গার আশীর্বাদ নিয়ে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন।



এ বিষয়ে আসানসোল গ্রামের শচীন রায় জানান, আসানসোল গ্রামে গত ২৮৯ বছর ধরে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। সেই ঐতিহ্য এখনো অটুট রয়েছে। তিনি বলেন, এখানে ঐতিহ্যগতভাবে দুর্গাপূজার আয়োজন করা হয়। আজ মা দুর্গা বিদায় নেবেন বলে আমার মন খারাপ। তবে সুখও রয়েছে যে মায়ের আশীর্বাদে আগামী বছরটা আনন্দে কাটবে। মা প্রতিটি মানুষের জীবনের সব কষ্ট কেড়ে নেবেন।

তিনি বলেন যে সিঁদুর খেলায় হাজার হাজার মহিলা জাতি ও ধর্মের ভিত্তিতে বৈষম্য ভুলে অংশগ্রহণ করেন। শচীন রায় বিজয়া দশমীতে সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং মা দুর্গার কাছে প্রার্থনা করেছেন যে সকলের জীবনে সুখ এবং শান্তি থাকুক এবং মা যেন সকলের ইচ্ছা পূরণ করেন।

Leave a Reply