BARABANI-SALANPUR-CHITTARANJAN

আসানসোল থেকে চিত্তরঞ্জন যাবার প্রধান রাস্তার চৌরাঙ্গি মোড়ের আন্ডারপাশের ভেতরের রাস্তার বেহাল দশা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসানসোল থেকে চিত্তরঞ্জন যাবার প্রধান রাস্তার চৌরাঙ্গি মোড়ের আন্ডারপাশের ভেতরের রাস্তার বেহাল দশা।রাস্তায় বড় বড় গর্ত হওয়ার ফলে যানবাহন চলাচলে অসুবিধে হয়ে পড়েছে। তাছাড়া রাস্তা বেহাল থাকার ফলে প্রায় সময় ঘটছে পথদুর্ঘটনা বা গাড়ি ব্রেকডাউনের মতো সমস্যা।এই মোড় এলাকাটি খুবই ব্যস্ততম রাস্তা থাকার কারনে আন্ডার পাশের মধ্যদিয়ে প্রচুর গাড়িচলাচল হয়।কিন্তু জাতীয় সড়ক কতৃপক্ষের কোনো হেলদল নেয়। রাস্তা সারাই বা মেরামতি করার বিষয়ে নেই কোন ভ্রুক্ষেপ।এই রাস্তাটি জাতীয় সরক এর ঠিক নিচে আন্ডার পাশের রাস্তা দিয়ে চিত্তরঞ্জন বা নিয়ামতপুর যাওয়ার মূল সংযোগ কারি রাস্তা।যার জন্য এই আন্ডারপাশের রাস্তার ভেতর হয়ে যেতে হয় সাধারণ মানুষ কে ।

যদিও এই রাস্তারে খবর এর আগে আমাদের সংবাদ মাধ্যমে দেখানোর পরে আপাতকালীন ভাবে ডাস্ট ও ইট দিয়ে রাস্তাটি মেরামতি করা হয়েছিল তারপরে সেই রাস্তা আগের মতো একই চিত্র ফুটে উঠেছে ।এবং এখন সেই ধুলো উড়ে চোখেমুখে লাগছে পথচারীদের একই সাথে চৌরাঙ্গি মোড়ে কর্তব্যরত ট্রাফিক নিয়ন্ত্রনে থাকা ট্রাফিক ও সিভিক ভলেন্টিয়ার দের।এই আন্ডারপাশের ভেতরে রাত্রে নেই কোনো আলোরে ব্যবস্থা ফলে রাত্রে ট্রাফিক ব্যবস্থা সামলাতে অসুবিধের মুখে পড়তে হয় কর্তব্যরত ট্রাফিক দের।স্থানীয় থেকে পথচারী তারা চায় অবিলম্বে এই রাস্তা মেরামতি হয়ে এই রাস্তা দিয়ে স্বাভাবিক ভাবে যানচলাচল করা যায়। তাছাড়া এখানে আলোর বন্দোবস্ত করা উচিত।এখন দেখার জাতীয়সড়ক কতৃপক্ষ এই রাস্তার মেরামতি নিয়ে কি উদ্যোগ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *