ASANSOL

জেলা কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস, সহসভাপতি পদে মনোনীত পুরনিগমের মেয়র পারিষদ

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের তথ্য ও ক্রীড়া দপ্তরের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়কে পশ্চিম বর্ধমান জেলা কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের জেলা সহ-সভাপতি মনোনীত করা হলো। বুধবার জেলা ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের একটি প্রতিনিধি দল আসানসোল পুরনিগমে এসে তাকে সম্মান জানান এই নতুন পদ পাওয়ার জন্য।



এদিন উপস্থিত ছিলেন স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের জেলা সচিব কৌশিক সরকার, জোনাল সেক্রেটারি পরমজিৎ সিং, যুগ্ম সম্পাদক শিপ্রা মণ্ডল, সহকারী সম্পাদক বিপ্লব বাগদি, আসানসোল মহকুমা সম্পাদক প্রিয়নাথ চট্টোপাধ্যায় প্রমুখ। এই সংগঠনের তরফে বলা হয়েছে, গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়ের মতো একজন অভিজ্ঞ ব্যক্তি এই কমিটির সাথে যুক্ত হওয়ায় তারা খুব খুশি।
তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনে জেলা ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস তার নেতৃত্বে আরও ভালোভাবে কাজ করবে।

গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় তাকে এই পদে মনোনীত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটককে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, জেলা স্কুল গেমস এবং স্পোর্টস খেলাধুলার প্রসারে চমৎকার কাজ করছে। তিনি আশা করেন এই সংগঠনের সাথে যুক্ত হয়ে তিনি এটিকে একটি নতুন দিক দিতে সক্ষম হবেন। এর সাথে তিনি বলেন, মেয়র বিধান উপাধ্যায়ের নেতৃত্বে আসানসোল স্টেডিয়ামকে নতুন করে তৈরী করা হচ্ছে। আসানসোল পুরনিগম ও জেলা স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস সবসময় খেলাধুলার মান বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *