দীনেশ গড়াই এবং সহযোগীদের বিরুদ্ধে এফআইআর, প্রাণঘাতী হামলা এবং অস্ত্র আইন সহ অন্যান্য ধারা
বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল উত্তর থানায় জমি মাফিয়াদের মধ্যে আধিপত্য নিয়ে গোলাগুলির ঘটনায় একদিকে দীনেশ গোরাই জয়দেব মণ্ডল এবং অন্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। অন্যদিকে, দীনেশ গড়াই এবং অন্যদের বিরুদ্ধে খুনের চেষ্টা এবং অস্ত্র আইন সহ বিভিন্ন ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে।
লোয়ার কুমারপুরের বাসিন্দা অরুণ বাউরি আসানসোল উত্তর থানায় দীনেশ গড়াই এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছেন। যেখানে দীনেশ গড়াই ও তার সহযোগীরা অবৈধভাবে জমি দখল করে আছে বলে অভিযোগ রয়েছে। জনগণ এর প্রতিবাদ করলে তারা প্রাণঘাতী হামলা চালায়। তার কাছে অবৈধ অস্ত্র ছিল।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চন্দ্রচূড় মোড়ে দিবালোকে গুলি চালানো হয়। দীনেশ গড়াই জয়দেব মণ্ডল এবং অন্যদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এরপর পুলিশ জয়দেবের চার সহযোগীকে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। দুটি মামলাই গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।