BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি বিধানসভা তৃণমূলের বিজয়া সম্মেলনী

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত রাজ্য জুড়ে ১লা নভেম্বর থেকে পালিত হচ্ছে বিজয়া সম্মেলন।তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার দিন বিকেলে বারাবনি বিধানসভার অন্তর্গত প্রথম পর্যায়ে রেল শহর চিত্তরঞ্জন ব্লকে অনুষ্ঠিত করা হয় বিজয়া সম্মেলনের।যেখানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী ও বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।এদিন তাদের ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানান চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কর্মীরা।

তাছাড়া এদিন ব্লকের সমস্ত মানুষকে বিজয়ার শুভেচ্ছা প্রদান করেন বিধায়ক বিধান উপাধ্যায় ও জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী।এবং আগত সমস্ত কর্মীদের মিষ্টি মুখ করানো হয়।তাছাড়া চিত্তরঞ্জন শহরে তৃণমূলের সংগঠন আরো মুজবুত এবং শক্তিশালী করার জন্য বিশেষ আলোচনা করা হয় এদিন।
অনুষ্ঠানের শেষে সাংবাদিক সম্মেলন করেন চিত্তরঞ্জন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ মত আজ চিত্তরঞ্জন ব্লকে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মেলন।যেখানে সবাইকে বিজয়ার শুভেচ্ছা দেওয়া হয়।যেহেতু চিত্তরঞ্জন রেল শহর কেন্দ্র সরকারের অধীনে তাই এই অঞ্চলের রেল কর্মচারীদের বিজয়া সম্মেলনে আসার জন্য বাধা দেওয়া হয়েছে বলে তারা জানতে পারেন।তবে তার কোনো লিখত প্রমান তাদের কাছে নেই বলে তিনি জানান।তিনি এও বলেন আগামী দিনে সংগঠন সমস্ত সদস্যরা মাঠে নেমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই আরো মজবুত করবেন।তাছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।

Leave a Reply