দুর্গাপুর ইএসআই হাসপাতালে রুগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে
মৃতদেহ নিতে অস্বীকার রোগীর পরিবারদের, বিশাল পুলিশ বাহিনী দুর্গাপুর ইএসআই হাসপাতালে
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর : চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রুগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা দুর্গাপুর ইএস আই হাসপাতালে। মৃতের নাম আশীষ গাঙ্গুলি। বছর ৫৮ আশীষ বাবু আসানসোলের এক বেসরকারি কারখানার এক বেসরকারি কারখানার কর্মী ছিলেন। দুর্গাপুরের অঙ্গদপুর এলাকার বাসিন্দা আশীষ গাঙ্গুলি গত বুধবার রাতে আচমকা মাথা ঘুরিয়ে যাওয়াই দুর্গাপুর ইএস আই হাসপাতালে ভর্তি হন, আজ সন্ধেতে আশীষবাবুকে দেখে যান পরিবারের লোকজন, ভালোই ছিলেন তখন। ঘরে ফিরে পরিবারের লোক ফের হাসপাতালে ফোন করে জানতে চান কেমন আছেন রুগী, অভিযোগ বাড়বার ফোন করা সত্ত্বেও কেউ ফোন ধরেনি হাসপাতালের,




সন্দেহ হওয়াতে অন্য রোগীর কাছে জানতে পারেন আশিস বাবু অজ্ঞান অবস্থায় বেডে রয়েছেন, তড়িঘড়ি হাসপাতালে এসে পরিবারের লোকজন দেখেন আশীষ বাবু সাড়া শব্দ দিচ্ছেন না। নার্সদের বারবার বলা সত্ত্বেও ডাক্তার ডাকেননি বলে অভিযোগ। এরপরও পরিবারের লোকজন হাসপাতালের তিন তলাতে যেখানে আশিস বাবু ভর্তি ছিলেন সেখানে ক্ষোভে ফেটে পড়েন,মৃতদেহ নিতে অস্বীকার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে ধরেও ক্ষোভ প্রকাশ করেন পরিবারের লোকজন, সরব হন চিকিৎসায় গাফিলতির অভিযোগে। গোটা ঘটনায় টানটান উত্তেজনা দুর্গাপুর ইএস আই হাসপাতালে। বিশাল পুলিশ বাহিনী ইএসআই হাসপাতালে ছুটে আসে।
- তিলাবনি কোলিয়ারির এমডিও প্রজেক্ট বন্ধ করে বিক্ষোভ জমিহারাদের
- 100 Pipers Controversy : शराब की बोतलों पर कविगुरु की कविता
- আসানসোলে বাংলা দিবস উপলক্ষে ” শুভ নববর্ষ বরণ ” অনুষ্ঠান
- বিদেশী মদের বোতলে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নববর্ষেই বিতর্ক, আন্দোলনে নামার হুঁশিয়ারী বাংলা পক্ষের
- আসানসোল শহরে ফ্লাইওভার সহ একাধিক দাবি নিয়ে নববর্ষে মন্ত্রীর কাছে ফসবেকি