ASANSOL-BURNPUR

বার্ণপুর বাসস্ট্যান্ড পরিদর্শনে পুরনিগমের ডেপুটি মেয়র ও এমআইসি

যাত্রী স্বাচ্ছন্দ্য ও সৌন্দর্যায়নের পরিকল্পনা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* যাত্রী স্বাচ্ছন্দ্য ও সৌন্দর্যায়নে পুর এলাকার সব বাসস্ট্যান্ডের সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা নিয়েছে আসানসোল পুরনিগম। এই ব্যাপারে শেষ মেয়র পারিষদ বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো মঙ্গলবার বার্ণপুর বাসস্ট্যান্ড পরিদর্শন করলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও মেয়র পারিষদ বা এমআইসি গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। তাদের সঙ্গে ছিলেন বার্ণপুর বোরো অফিসের চেয়ারম্যান শিবানন্দ বাউরি ও বার্ণপুর এলাকার একাধিক কাউন্সিলর। ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ বেশ কিছুক্ষুন ধরে গোটা বাসস্ট্যান্ড ঘুরে দেখেন। কোথায় কি আছে ও কোথায় কি নেই, তা তারা খতিয়ে দেখেন।

bus stand visit


পরে ডেপুটি মেয়র ও মেয়র পারিষদ বলেন, আসানসোল পুরনিগম এলাকায় যেসব বাসস্ট্যান্ড আছে, সেগুলোর সৌন্দর্যায়ন করা হবে বলে মেয়র পারিষদ বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জল, আলো সহ যাত্রী স্বাচ্ছন্দ্য আরো ভালো করার জন্য পরিকাঠামো করা হবে। এদিন আমরা বার্ণপুর বাসস্ট্যান্ড পরিদর্শন করলাম। এরপর একটা এস্টিমেট তৈরি করতে বলা হয়েছে। তারপর টেন্ডার করে কাজ শুরু করা হবে। কাজ দ্রুত করা হবে। তারা আরো বলেন, এইভাবে আগামী দিনে কুলটি, বরাকর, রানিগঞ্জ ও জামুড়িয়া বাসস্ট্যান্ডের সংস্কার ও সৌন্দর্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *