ASANSOL

কল্যানেশ্বরী ফাঁড়িতে নবনির্মিত কালীমন্দির প্রতিষ্ঠার পাশাপাশি রক্তদান শিবির

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আর মাত্র একটা দিন এর পরেই সবার ঘর আলো করে আসছে মা কালী ।এই দীপাবলির কটা দিন সকলের ঘর সেজে ওঠে ঝলমল করে ।আর তার আগেই সালানপুর থানার অন্তর্গত কল্যানেশ্বরী ফাঁড়িতে
নতুন ভাবে প্রতিষ্টিত হল মা কালী মন্দির।এতদিন কোন কালীমন্দির ছিল না এই কল্যাণেশ্বরী ফাঁড়িতে যার জন্য কল্যাণেশ্বরী ফাঁড়ির ওসি উজ্জ্বল সাহার বিশেষ উদ্যোগে একটি কালী মন্দির নির্মাণ করা হয় ।যার শুভ উদ্বোধন করা হলো শুক্রবার তাছাড়া কল্যাণেশ্বরী চত্বরে একটি রক্তদান শিবিরের ও আয়োজন করা হয়। কল্যানেশ্বরী ফাঁড়ির ঠিক পাশেই এই কালী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটিপুলিশ কমিশনার (পশ্চিম) অভিষেক মোদি।তার সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ(কুলটি)সুকান্তব্যানার্জি, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মহঃ আরমান, ভোলা সিং,ব্লক আইএনটিটিইউসির সভাপতি মনোজ তেওয়ারি,সালানপুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ রঞ্জন দত্ত, রক্তদান আন্দোলনের অন্যতম পুরোধা প্রবীর ধর সহ অন্যান্যরা।

এই এলাকায় কালী মন্দির প্রতিষ্ঠিত হওয়ায় স্থানীয় মানুষজনের মধ্যে বিশেষ আগ্রহলক্ষ্য করা যায়।সুদৃশ্য মায়ের বিগ্রহ এনে তার পূজা পাটে ওসি উজ্জ্বল সাহার সঙ্গেই অংশ নেন স্থানীয়
মানুষজনও।একইসঙ্গে ফাড়ির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে কল্যানেশ্বরী ফাঁড়ির সমস্ত পুলিশ আধিকারিক,
কনস্টেবল, কর্মী, সিভিক ভলান্টিয়ার এবং গাড়ির
চালকেরা স্বেচ্ছায় রক্ত দান করেন। স্থানীয় মানুষজনও পুলিশের এই সামাজিক উদ্যোগে সাড়া দিয়ে রক্তদানে সামিল হন। রক্ত সংগ্রহ করে
আসানসোল জেলা ব্লাড ব্যাংক।


ডেপুটি কমিশনার শ্রী মোদি বলেন আইনশৃঙ্খলা রক্ষার কঠিন কাজের পাশাপাশি মানসিক শান্তির খোঁজে এই উপাসনাস্থল পুলিশকে সহযোগিতা করবে। মহঃ আরমান রক্তদান শিবির এবং কালী মন্দির প্রতিষ্ঠার জন্য কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ওসি উজ্জ্বল সাহা বলেন পুলিশ প্রশাসনের সঙ্গে স্থানীয়
মানুষজনের একাত্মতা গড়ে তুলতে তিনি সবসময়
তৎপর।এই মন্দির প্রতিষ্ঠাও তারই অঙ্গ। সুযোগvমতো মন্দিরের পাশে শিশুদের খেলার সরঞ্জাম সহ ছোট পার্ক তৈরীর উদ্যোগ তিনি নেবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *