জেলা প্রশাসনের উদ্যোগে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ* বীর সংগ্রামী শহীদ বিরসা মুন্ডার ১৪৮ তম জন্মজয়ন্তী বুধবার যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করা হলো পশ্চিম বর্ধমান জেলায়। এই উপলক্ষে এদিন পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের কুলডিহা গ্রামের বড়ডোবা মোড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো জেলা হাসপাতালের তরফে। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের সহসভাধিপতি বিষ্ণুদেও নুনিয়া সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মন্ত্রী সহ অন্যান্যরা বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে তার শ্রদ্ধা জানান।




বারাবনির গ্রামে জনজাতি গৌরব দিবস পালন ভারতীয় জনতা এসটি মোর্চার

বিরসা মুন্ডার ১৪৮ তম জন্মদিবসে বুধবার ” জনজাতি গৌরব দিবস” আসানসোলের বারাবনি বিধানসভার প্রতাপপুর গ্রামে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো। এই উপলক্ষে এদিন ভারতীয় জনতা এসটি মোর্চা আসানসোল সাংগঠনিক জেলার তরফে বারাবনির গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলে। সেই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, রাজ্য কমিটি সদস্য কৃষনেন্দু মুখোপাধ্যায়।