সালানপুর থানায় পালন ভাতৃদ্বিতীয়া
বেঙ্গল মিরর, কাজল মিত্র,সালানপুর : বুধবার ছিলো ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। বছরের এই দিনটায় ভাই বা দাদাদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন বোন বা দিদিরা।
তবে মানুষের সেবা ও তাদের নিরাপত্তা ঠিক রাখতে সেই কাজে থাকা মানুষদের এদিনটায় না যাওয়া হয় বাড়ি। না নেওয়া হয় বোন বা দিদির কাছে ভাইফোঁটা। তাই মহিলা কন্সটেবল ও সিভিক ভলেন্টিয়াররা ভাই ফোঁটা দিলেন থানার আধিকারিক থেকে শুরু করে থানায় কর্মরত বাকি পুলিশ কর্মী ও আধিকারিকদের। বুধবার এমনি এক দৃশ্য দেখা গেলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানায়।













এদিন মহিলা সিভিক ভলেন্টিয়ার ও কন্সটেবলরা নিজেদের মতো করে সুন্দর ভাবে সেজে প্রদীপ জ্বালিয়ে, ধান দূর্বা দিয়ে থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত হাটি সহ সমস্ত পুলিশ কর্মীদের চন্দনের ফোঁটা দিয়ে ভাতৃদ্বিতীয়া পালন করলেন। তাদের হাতে সামান্য উপহারও তুলে দিলেন সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত হাটি। তিনি বলেন, কাজের চাপে বোনের কাছে ভাইফোঁটা নেওয়া হয়না। তবে থানায় যারা কর্মরত মহিলা পুলিশ কর্মী রয়েছেন তারাও আমাদের বোন ও দিদি। তাই আমরা তাদের সাথেই এই দিনটি পালন করলাম নিজেদের মতো করে ।
- আসানসোলে কাঠগড়ায় তৃনমুল নেতার ছেলের বিরুদ্ধে ৩৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিরোধীদের আক্রমণ, দায় এড়ালো শাসক দল
- Asansol : शकील मास्टर टीएमसी में नहीं : मोनू
- TMC द्वारा छठ के मौके पर साड़ी वितरण, दो मंत्रियों की उपस्थिति
- আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, পাকড়াও যুবক, অভিযুক্তকে গণধোলাই
- WBP IPS अधिकारियों के तबादले संदीप कर्रा को SP, कूच बिहार, ADPC में लौटे एस एस कुलदीप





