সালানপুর থানায় পালন ভাতৃদ্বিতীয়া
বেঙ্গল মিরর, কাজল মিত্র,সালানপুর : বুধবার ছিলো ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। বছরের এই দিনটায় ভাই বা দাদাদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন বোন বা দিদিরা।
তবে মানুষের সেবা ও তাদের নিরাপত্তা ঠিক রাখতে সেই কাজে থাকা মানুষদের এদিনটায় না যাওয়া হয় বাড়ি। না নেওয়া হয় বোন বা দিদির কাছে ভাইফোঁটা। তাই মহিলা কন্সটেবল ও সিভিক ভলেন্টিয়াররা ভাই ফোঁটা দিলেন থানার আধিকারিক থেকে শুরু করে থানায় কর্মরত বাকি পুলিশ কর্মী ও আধিকারিকদের। বুধবার এমনি এক দৃশ্য দেখা গেলো আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানায়।




এদিন মহিলা সিভিক ভলেন্টিয়ার ও কন্সটেবলরা নিজেদের মতো করে সুন্দর ভাবে সেজে প্রদীপ জ্বালিয়ে, ধান দূর্বা দিয়ে থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত হাটি সহ সমস্ত পুলিশ কর্মীদের চন্দনের ফোঁটা দিয়ে ভাতৃদ্বিতীয়া পালন করলেন। তাদের হাতে সামান্য উপহারও তুলে দিলেন সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত হাটি। তিনি বলেন, কাজের চাপে বোনের কাছে ভাইফোঁটা নেওয়া হয়না। তবে থানায় যারা কর্মরত মহিলা পুলিশ কর্মী রয়েছেন তারাও আমাদের বোন ও দিদি। তাই আমরা তাদের সাথেই এই দিনটি পালন করলাম নিজেদের মতো করে ।
- स्काउटिंग में उत्कृष्टता: अनुपम चक्रवर्ती और गीता कुमारी को राष्ट्रपति पुरस्कार से नवाजा गया
- তৃনমুল কাউন্সিলারের ভিডিও ভাইরালে বিতর্ক, পাল্টা বিজেপি বিধায়ক
- UPI rules: ১ আগস্ট থেকে বদলে যাচ্ছে UPI-র ৩টি গুরুত্বপূর্ণ নিয়ম,পরিবর্তিত হতে চলেছে কি আর্থিক লেনদেনের পদ্ধতি চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে
- বৃষ্টির কারণে এবার ধসে পড়ল পঞ্চায়েত সদস্যের বাড়ি
- SAIL ISP सेफ्टी विभाग में तृणमूल पार्षद की दबंगई, वीडियो वायरल