ASANSOL

সৃষ্টিনগর প্রিমিয়ার লিগ এবার ১০ টিম নিয়ে, খেলোয়াড়দের ভার্চুয়াল নিলাম

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: গত বছরের মতো এ বছরও আয়োজন করা হয়েছে আসানসোলের ” সৃষ্টি নগর প্রিমিয়ার লিগ ” বা এসপিএল “। বৃহস্পতিবার রাতে সৃষ্টিনগরে ওডিসি ক্লাব চত্বরে এই লিগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের খেলোয়াড়দের ভার্চুয়াল নিলাম বা অকশানের আয়োজন করা হয়েছিলো উদ্যোক্তাদের তরফে। এই নিলামে খেলোয়াড়দের ভার্চুয়াল পদ্ধতিতে নিলাম করা হয়। তাতে একজন খেলোয়াড়কে সর্বোচ্চ ২ লাখ ৮০ হাজার টাকায় টিমে নেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল সৃষ্টির সিইও সাহিল সাহারিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শশিভূষণ সিং, গ্রুপ হেড বিনয় চৌধুরী, সমাজকর্মী সুচিস্মিতা উপাধ্যায় প্রমুখ।

এ বিষয়ে বেঙ্গল সৃষ্টির গ্রুপ হেড বিনয় চৌধুরী জানান, গত বছরের মতো এ বছরও সৃষ্টি নগর প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়েছে। গত বছর যেখানে ৮টি টিম অংশ নিয়েছিল, এ বছর ১০টি টিম অংশ নিচ্ছে এই লিগে। খেলোয়াড়দের একটি ভার্চুয়াল নিলামের ব্যবস্থা করা হয়েছিল। তিনি বলেন, এবারের লিগ ২০২৪ এর ৪ জানুয়ারি থেকে শুরু হয়ে ১২ জানুয়ারি পর্যন্ত হবে। ৮ থেকে ১০ ওভারের হবে এই প্রিমিয়ার লিগ। এই লিগে শুধুমাত্র ওডিসি ক্লাবের সদস্য এবং এই সৃষ্টিনগরের বাসিন্দারা অংশ নিতে পারবেন। এরজন্য এন্ট্রি ফিও আছে। লিগ শুরুর দিন অর্থাৎ ৪ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান হবে। ফাইনাল ম্যাচ হবে ১২ জানুয়ারি ও সেদিন একটি সমাপ্তি অনুষ্ঠান হবে। তিনি বলেন , সমাপ্তি অনুষ্ঠানে একজন বিশিষ্ট ক্রিকেটারকে ডাকা হবে। গত বছর সমাপ্তি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চেতন শর্মাকে।

Leave a Reply